go search
go contents
home
HOME
close
ENGLISH
CHINESE
JAPANESE
VIETNAMESE
THAI
INDONESIAN
ARABIC
UZBEK
MONGOLIAN
BANGLADESH
NEPAL
CAMBODIA
Menu Open
BANGLADESH
Real Estate
Finance/Monetary Transactions
International Trade/Immigration
Traffic/Driving
Working/Labor
Social Welfare
কোন বাসস্থান লিজের ক্ষেত্রে লিজদাতা একজন লিজ গ্রহীতাকে বাসস্থান ব্যবহার ও সেখান থেকে মুনাফা অর্জনের অনুমতি দেন, এবং এর জন্য লিজগ্রহীতা ভাড়া প্রদানে সম্মত হন। বাসস্থান লিজ সুরক্ষা আইনের দ্বারা লিজগ্রহীতা বিশেষভাবে সুরক্ষিত থাকবেন।
বাসস্থান লিজের মেয়াদ অন্তত দুই বছরের জন্য হতে হবে। লিজের মেয়াদ নির্ধারিত হয়নি এমন বা 2 বছরের কম নির্ধারণ করা হয়েছে, এমন কোন লিজের ক্ষেত্রে লিজগ্রহীতা যদি চান তাহলে ওই লিজের মেয়াদ অন্তত 2 বছর বলে গণ্য করা হবে। চুক্তি নবায়ন করা হয়েছে এমন ক্ষেত্রে লিজের মেয়াদ হবে 2 বছর, এবং লিজগ্রহীতা যেকোন সময় চুক্তি বাতিলের জন্য লিজদাতাকে নোটিশ দিতে পারবেন।
জীবনে একবার হলেও বাসস্থান বদল করে থাকেন বেশিরভাগ মানুষ। তাই এই বাসস্থান বদলের সঙ্গে যুক্ত সম্ভাব্য আইনি সমস্যা এবং কিভাবে এগুলো মোকাবেলা করতে হবে সে বিষয়ে তাদের অবহিত হওয়া প্রয়োজন।
আপনি যখন সত্যিই বাসস্থান বদল করবেন তখন যেসব বিষয় আপনাকে নিশ্চিত হতে হবে, যেসব বিরোধ সৃষ্টি হতে পারে, এবং মানুষ যেন তাদের নতুন আবাসে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে সেজন্য অপ্রয়োজনীয় ক্ষতির বোঝা এড়িয়ে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে ওই বিরোধগুলো কিভাবে নিস্পত্তি করা যায় তার একটি তালিকা এই কন্টেন্টে দেয়া হয়েছে।