BANGLADESH

বাসস্থান বদল
প্রাথমিক স্কুল শিক্ষার্থীর জন্য
স্থানান্তরের জন্য যেসব কাগজপত্র জমা দিতে হবে
- ঠিকানা পরিবর্তনের কারণে কোন প্রাথমিক স্কুল শিক্ষার্থী স্কুল পরিবর্তন করতে চাইলে, তার অবিভাবক সে যে স্কুলে পড়ছে সেই স্কুল এবং যে স্কুলে স্থানান্তর হতে চায় সেই স্কুলকে অবহিত করবেন। (প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা আইনের ধারা 21 (1))
- সেই ক্ষেত্রে সে যে স্কুলে যেতে চায় সেই স্কুলের প্রধান শিক্ষক প্রশাসনিক তথ্য বিনিময়ের মাধ্যমে বাসস্থান পরিবর্তনের বিষয়টি যাচাই করবেন। সংশ্লিষ্ট শিক্ষার্থীর অবিভাবক যদি এ ধরনের নিশ্চিতকরণে সম্মতি না দেন তাহলে তার অবিভাবককে বাসস্থান পরিবর্তনের সত্যতা নিশ্চিত করে এমন কাগজপত্র দাখিল করতে হবে। (প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা আইনের বলবৎ ডিক্রি’র ধারা 21 (3))
· একজন প্রাথমিক স্কুল শিক্ষার্থীর জন্য, আপনি যখন আপনার নতুন বাসস্থানে প্রবেশের ব্যাপারে কমিউনিটি সার্ভিস সেন্টারে রিপোর্ট পেশ করবেন তখন স্কুলশিক্ষার্থীর্ আগমনের ব্যাপারে একটি নোটিশ ইস্যুর অনুরোধ করুন। শুধু এই নোটিশ পেশ করেই আপনি নতুন স্কুলে আপনার শিশুটিকে স্থানান্তর করতে পারবেন।