BANGLADESH

বাসস্থান বদল
বাসস্থানে প্রবেশের রিপোর্ট
বাসস্থানে প্রবেশের রিপোর্ট
- নতুন বাসস্থানের কাছে ইউপ অফিস, মাইয়ন অফিস বা স্থানীয় কমিউনিটি সার্ভিস সেন্টারে ব্যক্তিগতভাবে গিয়ে অথবা এই সাইট < গভর্নমেন্ট 24 ওয়েবসাইট (www.gov.kr) > মাধ্যমে যোগাযোগ করে নিম্নলিখিত ব্যক্তিদের যে কোন একজন বাসস্থান বদলের দিন থেকে 14 দিনের মধ্যে নতুন বাসস্থানে প্রবেশের ব্যাপারে রিপোর্ট করতে বাধ্য। (রেসিডেন্ট রেজিস্ট্রেশন আইনের ধারা 16(1) ও 11 ও 12)
· গৃহকর্তা
· পরিবার পরিচালনা করেন এমন ব্যক্তি
· প্রথমস্থানীয় ব্যক্তি
· গৃহকর্তার প্রতিনিধি হিসেবে পতি বা পত্নী
· গৃহকর্তার প্রতিনিধি হিসেবে রক্ত সম্পর্কীয় কোন আত্মীয়
· পতি বা পত্নীর প্রতিনিধি হিসেবে রক্ত সম্পর্কীয় কোন আত্মীয়
· গৃহকর্তার প্রতিনিধি হিসেবে পতি বা পত্নীর রক্ত সম্পর্কীয় কোন আত্মীয়
· কোন ডরমিটরি বা কমোনার কোয়ার্টারের ম্যানেজার
· কোন ডরমিটরি বা কমোনার কোয়ার্টারের বাসিন্দা
- বাসস্থানে প্রবেশের রিপোর্ট পেশ করার সময় বাসস্থানে নতুন প্রবেশ করা গৃহকর্তা বা পরিবারের জিম্মাদার যদি আগের আবাসের গৃহকর্তা বা পরিবারের জিম্মাদার না হন, তাহলে সাবেক আবাসের গৃহকর্তা বা পরিবারের জিম্মাদার বা নতুন প্রবেশ করা বাসিন্দা কর্তৃক ওই রিপোর্ট যাচাই করা হবে। (রেসিডেন্ট রেজিস্ট্রেশন আইনের বলবৎ ডিক্রির ধারা 23 (2)-এর মূল পাঠ)
- কোন যৌক্তিক কারণ ছাড়া কেউ যদি 14 দিনের মধ্যে আবাসন স্থানান্তরের রিপোর্ট দালিখ করতে ব্যর্থ হন তাহলে তাকে সর্বোচ্চ 50,000 উয়ন জরিমানা করা হবে। (রেসিডেন্স রেজিস্ট্রেশন আইন ধারা 40 (4))
গাড়ির নিবন্ধন পরিবর্তন
- আপনি কোন নতুন বাসস্থানে ওঠার পর 30 দিনের মধ্যে আপনাকে স্থানীয় কমিউনিটি সার্ভিস সেন্টারে রিপোর্ট করতে হবে। আপনার রিপোর্টের ভিত্তিতে আপনার গাড়ি নিবন্ধনের স্থান স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তন হয়ে যাবে। (যানবাহন নিবন্ধন ডিক্রি’র ধারা 22 (2)-2)
- উপরে যাই থাক না কেন, আপনি অন্য কোন শহর বা প্রদেশে চলে গেলে উপযুক্ত স্থানীয় সরকারের মার্কিং করা নিবন্ধন প্লেটযুক্ত কোন গাড়ি (যেমন: সিউল-গা-0000)’র নিবন্ধনের স্থান পরিবর্তনের জন্য আপনাকে অনুরোধ জানাতে হবে। (যানবাহন নিবন্ধন ডিক্রি’র ধারা 24 (1)-5 ও 25 (1); (যানবাহন নিবন্ধন বিধি’র ধারা 29 (2)-3))
- গাড়ি নিবন্ধনের স্থান পরিবর্তনের অনুরোধ জানানোর জন্য নিম্নলিখিত কাগজপত্র অবশ্যই দালিখ করতে হবে। (যানবাহন নিবন্ধন ডিক্রি’র ধারা 22 (1) এবং (যানবাহন নিবন্ধন বিধি’র ধারা 29 (1))
· পরিবর্তনের নিবন্ধনের আবেদন (মোটরযান নিবন্ধন নিয়মাবলীর সংযুক্ত ফর্ম 11)
· পরিবর্তনের কারণ যাচাই সম্বলিত একটি ডকুমেন্ট (বাণিজ্যিক যানের ক্ষেত্রে ব্যবসা পরিকল্পনা পরিবর্তনের কারণ যাচাই সম্বালিত ডকুমেন্টসহ)
· নিবন্ধন প্লেট (যেখানে প্রযোজ্য)
· এজেন্টের মাধ্যমে অনুরোধ জানানো হলো তাকে পাওয়ার অব এটর্নি দিতে হবে; একই সাথে এজেন্টের আইডি’র একটি কপি দিতে হবে (কর্পোরেশনের ক্ষেত্রে প্রতিষ্ঠানের সিলমোহরযুক্ত সার্টিফিকেট দিতে হবে, তবে যেখানে ব্যবহৃত দাফতরিক সিল যাচাইয়ের জন্য সংশ্লিষ্ট সরকারি অফিসের পরীক্ষা করা যায় সেখানে দাখিলের প্রয়োজন নাও হতে পারে)
- যানবাহন রেজিস্ট্রেশন নবায়ন বিলম্বের ক্ষেত্রে, একটি জরিমানা আরোপ করা হয়। যখন রেজিস্ট্রেশন নবায়নের জন্য আবেদন যথাসময়ের 90 দিন বা তার চেয়ে কম বিলম্বে করা হয়, তখন 20,000 উয়ান জরিমান ধার্য করা হয়। যদি বিলম্বকাল 90 থেকে 174 দিনের মধ্যে হয় তবে 91তম দিন থেকে পরবর্তী প্রতি তিনদিনের জন্য 20,000 উয়ানের সাথে 10,000 উয়ানের; এবং যদি বিলম্বের সময়কাল 175 দিনের কম হলে 300,000 উয়ানের একটি অতিরিক্ত জরিমানা ধার্য হয় (মোটরযান ব্যবস্থাপনা আইনের」 ধারা 84 (4) এর উপধারা 2 এবং মোটরযান ব্যবস্থাপনা আইনের বলবৎকরণ ডিক্রির ধারা 20 ও সংযুক্ত টেবিল 2)।