BANGLADESH

বাসস্থান বদল
মালপত্র স্থানান্তরের পদ্ধতি ও খরচ নিরূপন করা
মালপত্র স্থানান্তরের পদ্ধতি
- গতানুগতিক পদ্ধতির মধ্যে সাধারণ স্থানান্তর, প্যাকিং ও স্থানান্তর এবং স্টোরিং ও স্থানান্তর (মালপরিবহন সংক্রান্ত প্রমিতমান চুক্তির ধারা 2 (2))

ধরন

বৈশিষ্ট্য

সাধারণ স্থানান্তর

মালপত্র গোছানো ও প্যাকিংয়ের দায়িত্ব ক্লায়েন্ট নিয়ে থাকেন, মাল পরিবহন কোম্পানি শুধু স্থানান্তরের কাজ করে

প্যাকিং ও পরিবহন

ক্লায়েন্ট মাল পরিবহন কোম্পানিকে মালপত্র প্যাকিং থেকে শুরু করে পরিবহন ও পরিশেষে গোছাগাছ করে দিতে বলেন।

স্টোরিং ও স্থানান্তর

উপরের দুটি কাজ ছাড়াও ক্লায়েন্টের অনুরোধে মাল পরিবহন কোম্পানি মালপত্র প্রদানের আগে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত স্টোর করে রাখতে পারে।