BANGLADESH

বাসস্থান বদল
লিজদাতার জন্য বৈশ্বিক আয়কর রিপোর্টিং
ঘোষণার বস্তু
- কোন বাসস্থান লিজ দেয়ার ফলে একজন লিজদাতা যে মাসিক ভাড়া আয় করেন, তিনি একে বৈশ্বিক আয়কর হিসেবে রিপোর্ট করবেন। বাসস্থান লিজ আয় সৃষ্টির জন্য নিম্নের যেকোন একটি অবস্থা বিবেচনা করতে হবে। (আয়কর আইনের ধারা 12-2 (ক) এবং আয়কর আইনের বলবৎ ডিক্রি’র ধারা 8.2 (3)-4)
· যৌথভাবে 1-এর অধিক বাসস্থান রয়েছে এমন কোন দম্পতিসহ 1-এর অধিক বাস্থানের মালিক মাসিক ভাড়ার বিনিময়ে 1টি বাসস্থান ছেড়ে দেন।
· যদি কোনো ব্যক্তির কেবল একটি দামিবাসস্থান থাকে যার স্টান্ডার্ড বাজার মূল্য 1.2 বিলিয়ন উয়নের বেশি, তিনি যদি মাসিকভাড়ার বিনিময়ে তা ভাড়া দেন
- নীতিগতভাবে, যখন কোন ব্যক্তি বাসস্থান ভাড়া দিয়ে শুধু মূল অর্থ লাভ করেন, লিজদাতা বৈশ্বিক আয়কর রিপোর্ট করতে বাধ্য নন, তবে তিনি যদি 2-এর অধিক বাসস্থানের মালিক হন এবং তার প্রাপ্ত মোট মূল অর্থ 300 মিলিয়ন উয়নের চেয়ে বেশি হয়, তাহলে তাকে বৈশ্বিক আয়কর রিপোর্টিং করতে হবে। (আয়কর আইনের ধারা 25 (1))
· তবে, 40 বর্গমিটার বা কম আয়তনের প্রতিটি বাসস্থান যদি একান্তভাবে আবাসিক উদ্দেশ্যে ব্যবহৃত হয় এবং সংশ্লিষ্ট কর মেয়াদে যার ভিত্তি মূল্য 200 মিলিয়ন উয়ন বা কম, তাহলে তা 2023 সালের 31 ডিসেম্বর পর্যন্ত বাসস্থান সংখ্যায় অন্তর্ভুক্ত হবে না। (আয়কর আইনের ধারা 25(1))
ঘোষিত আয়ের পরিমাণ
- মাসিক ভাড়া প্রাপ্তির ক্ষেত্রে
· 1 বছরের জন্য প্রাপ্ত মাসিক ভাড়া যোগ করে সর্বমোট যে অংক হয় তা বৈশ্বিক আয়কর রিপোর্টিংয়ের মানদণ্ড।
- মূল অর্থ প্রাপ্তির ক্ষেত্রে
· আনুমানিক ভাড়া হিসাবের পদ্ধতি (আয়কর আইনের বলবৎ ডিক্রির ধারা 53 (3) ও (4)
√ হিসাবরক্ষণের রিপোর্ট: জমানত 300 মিলিয়ন উয়নের বেশি × 60% × ফিক্স ডিপোজিটের সুদের হার - লিজ ব্যবসা থেকে সুদ ডিভিডেন্ড
√ প্রাক্কলনের রিপোর্ট: জমানত 300 মিলিয়ন উয়নের বেশি × 60% × ফিক্স ডিপোজিটের সুদের হার
রিপোর্টিং পদ্ধতি
- প্রতিবছর মে মাসে উপযুক্ত রেজিস্ট্রিতে বৈশ্বিক আয়ের কর ভিত্তির ওপর চূড়ান্ত রিপোর্ট দাখিল করতে হবে। (আয়কর আইনের ধারা 70)