BANGLADESH

বাসস্থান বদল
ডে কেয়ার সেন্টার ও কিন্ডারগার্টেন খুঁজে বের করা
ডে কেয়ার সেন্টার ও কিন্ডারগার্টেন খুঁজে বের করা
- আপনার নতুন বাসস্থানের কাছাকাছি কোন ডে কেয়ার সেন্টারের ব্যাপারে বিস্তারিত তথ্য পেতে আপনি দেখতে পারেন <কিন্ডারগার্টেন নোটিস(http://e-childschoolinfo.moe.go.kr) - সার্চ ডে কেয়ার সেন্টারস অ্যান্ড কিন্ডারগার্টেনস>
স্কুল বাস সম্পর্কিত তথ্য
- আপনার সন্তান যে স্কুল বাস ব্যবহার করছে তাতে যেন অন্তত 9টি আসন থাকে (একটি শিশুর জন্য একটি আসন ধরে) দয়া করে তা নিশ্চিত হয়ে নিন। (সড়ক যান চলাচল আইনের ধারা 52 (3)-এর পূর্বতন অংশ, সড়ক যান চলাচল আইনের বলবৎ বিধি’র ধারা 34-এর পূর্বতন অংশ)
- আপনার সন্তান যে স্কুল বাস ব্যবহার করছে তার রং হলুদ এবং তাতে যথাযথ সিটবেল্ট রয়েছে কিনা দয়া করে তা নিশ্চিত হয়ে নিন। (「সড়ক যান চলাচল আইনের বলবৎ ডিক্রির」 ধারা 31 উপধারা 1 এবং 「মোটরযান ও মোটরযানের যন্ত্রাংশের কর্মসম্পাদন ও মানের নিয়মাবলীর ধারা 19(8) ও 27(6)」)
- সড়ক দুর্ঘটনায় ক্ষতির জন্য পূর্ণ ক্ষতিপূরণ পেতে আপনার সন্তান যে স্কুল বাস ব্যবহার করছে তা বীমা করা কিনা অথবা মিউচুয়াল এইড এসোসিয়েশন কর্তৃক বীমা নিশ্চয়তা দেয়া আছে কিনা দয়া করে তা নিশ্চিত হয়ে নিন। (সড়ক যান চলাচল আইনের বলবৎ ডিক্রির ধারা 31-3)
চিলড্রেন প্রটেকশন জোন যাচাই করা
-“চিল্ড্রেন প্রটেকশন জোন” বলতে শিশুদেরকে সড়ক দুর্ঘটনার বিপদ থেকে রক্ষার জন্য প্রয়োজন মনে করে মেয়র বা গভর্নর (মেট্রোপলিটন সিটির গভর্নর ব্যতীত) কর্তৃক কোন ডে কেয়ার সেন্টার বা কিন্ডারগার্টেন বা অধ্যাদেশ দ্বারা নির্ধারিত শিশুদের ঘন ঘন আসা যাওয়া করা অন্য কোন ভবন বা স্থানের কাছাকাছি সড়কগুলোর নির্ধারিত অংশকে শিশুদের জন্য সুরক্ষিত এলাকা হিসেবে ঘোষণা করা। (সড়ক যান চলাচল আইনের ধারা 12 (1), সড়ক যান চলাচল আইনের বলবৎ বিধি’র ধারা 14)