BANGLADESH

ভিসা, পাসপোর্ট
পাসপোর্ট ব্যবহারের ওপর বিধিনিষেধ; পরিদর্শনের উদ্দেশ্যে গমন বা সাময়িক আবাসের ওপর নিষেধাজ্ঞা
পাসপোর্ট ব্যবহারের ওপর বিধিনিষেধ; পরিদর্শনের উদ্দেশ্যে গমন বা সাময়িক আবাসের ওপর নিষেধাজ্ঞা
- বিদেশের কোথাও প্রাকৃতিক দুর্যোগ বা অস্থিরতার মতো কোন বিপজ্জনক পরিস্থিতির কারণে জীবন, দৈহিক নিরাপত্তা ও জনগণের সম্পদ সুরক্ষার জন্য কোন সুনির্দিষ্ট রাষ্ট্র বা এলাকায় পরিদর্শনের উদ্দেশ্যে গমন বা সাময়িক আবাস স্থগিত করার প্রয়োজন বলে মনে হলে পররাষ্ট্রমন্ত্রী একটি নির্দিষ্ট মেয়াদের জন্য সংশ্লিষ্ট দেশ বা অঞ্চলে পরিদর্শনের উদ্দেশ্যে গমন বা সাময়িক আবাসের ওপর নিষেধাজ্ঞা জারি বা পাসপোর্ট ব্যবহারের ওপর বিধিনিষেধ আরোপ করতে পারেন (পাসপোর্ট আইনের ধারা 17 (1)-এর মূল পাঠ; পাসপোর্ট আইনের বলবৎ ডিক্রির ধারা 28)
পাসপোর্ট ব্যবহারের ওপর বিধিনিষেধ সম্পর্কিত নোটিশ
- পররাষ্ট্রমন্ত্রী পাসপোর্ট ব্যবহারের ওপর বিধিনিষেধ, ইত্যাদি আরোপ করতে চাইলে এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন এবং যেসব দেশ বা অঞ্চল, সুযোগ, পরিবেশ ও মেয়াদে পাসপোর্ট ব্যবহারের ওপর বিধিনিষেধ আরোপ করা হচ্ছে তা স্পষ্টভাবে চিহ্নিত এবং পাসপোর্ট ব্যবহার, পরিদর্শনের উদ্দেশ্যে গমন ও সাময়িক আবাস, ইত্যাদির অনুমতি চেয়ে আবেদন করার পদ্ধতি উল্লেখ করে একটি নোটিশ জারি করবেন। (পাসপোর্ট আইনের ধারা 17 (2); পাসপোর্ট আইনের বলবৎ ডিক্রির ধারা 30)
- বিদেশের কোন স্থানে বিপজ্জনক পরিস্থিতির অবসান ঘটায় যখন পাসপোর্ট ব্যবহারের ওপর বিধিনিষেধ, ইত্যাদি অব্যাহত রাখা অপ্রয়োজনীয় হয়ে পড়বে, তখন পরাষ্ট্রমন্ত্রী অবিলম্বে পাসপোর্ট, ইত্যাদি ব্যবহারের ওপর থেকে ওই ধরনের বিধিনিষেধ তুলে নেবেন এবং এ ব্যাপারে ঘোষণা দেবেন (পাসপোর্ট আইনের ধারা 17 (3))