BANGLADESH

ভিসা, পাসপোর্ট
পাসপোর্ট পুন:ইস্যুকরণ পদ্ধতি
পাসপোর্ট পুন:ইস্যুকরণের জন্য আবেদন
- নিম্নলিখিত যেকোনো পরিস্থিতিতে একজন পাসপোর্টধারী কোরিয়া প্রজাতন্ত্রের বিদেশি কূটনৈতিক মিশন (এখন থেকে কোরিয়া প্রজাতন্ত্রের এম্ব্যাসি, প্রতিনিধিত্বকারী কার্যালয় ও কনসুলেট জেনারেলবলে উল্লেখ করা হয়েছে) অথবা প্রতিনিধি হিসেবে পাসপোর্টের জন্য এক্তিয়ার রয়েছে এমন কোনো প্রতিষ্ঠানে কাছে পাসপোর্ট পুন:ইস্যুকরণের জন্য আবেদন করতে পারেন। (পাসপোর্ট আইনের ধারা 11(1) ও 21 (1); বিদেশে কোরিয়া প্রজাতন্ত্রের কূটনৈতিক মিশন প্রতিষ্ঠা আইনের ধারা 2; পাসপোর্ট আইনের বলবৎ ডিক্রির ধারা 37(1))।
• পররাষ্ট্র মন্ত্রণালয় শেয়ারিং প্রশাসনিক তথ্যের মাধ্যমে পাসপোর্টের বিবৃতি পরিবর্তনের আবেদনকারীরআবাসিক নিবন্ধন কার্ড বা পারিবারিক সম্পর্কের নিবন্ধনের প্রত্যয়িত কপি ইত্যাদি যাচাই করবেন। তবে, যদি আবেদনকারী সংশ্লিষ্ট নিশ্চিতকরণটি অস্বীকার করে, তাহলে আবেদনকারী আলাদাভাবে সংশ্লিষ্ট নথিপত্র (মৌলিক সনদ, যদি পারিবারিক সম্পর্কের নিবন্ধন যাচাইয়ের জন্য প্রয়োজন হয়) জমা দেবেন (পাসপোর্ট আইন প্রয়োগের নিয়ম এর ধারা 14(2))।
• কাউকে ইস্যু করা পাসপোর্ট হারিয়ে গেলে;
• কাউকেইস্যু করা পাসপোর্ট ক্ষতিগ্রস্ত হয়;
- পাসপোর্টপুনর্বহালেরআবেদনকরাসকলব্যক্তিকেনিচেরনথিসমূহপ্রদানকরতেহবে (পাসপোর্টআইনেরঅনুচ্ছেদ 11(3), পাসপোর্টআইনেরপ্রয়োগসংক্রান্তআদেশনামারঅনুচ্ছেদ 3(2) 18(1) এবংপাসপোর্টআইনেরপ্রয়োগবিধিরঅনুচ্ছেদ 4)
• পাসপোর্ট পুনরায় ইস্যু করার জন্য আবেদন
• সংশ্লিষ্ট পাসপোর্ট (পাসপোর্ট হারিয়ে গেছে এমন কোন ঘটনা ছাড়া)
• পাসপোর্টের ছবি
• পাসপোর্ট পুনরায় ইস্যু করার জন্য প্রয়োজনীয় নথি হিসাবে"পাসপোর্ট আইনেরএনফোর্সমেন্ট রেগুলেশনস" এর অনুচ্ছেদ 4 এ নির্ধারিত নথি
পাসপোর্ট রি-ইস্যুর জন্য অনলাইনে আবেদন
- यदि तपाईं १ 18 बर्षको उमेर वा माथि उमेर हुनुहुन्छ जसले पहिले कम्तिमा एक पटक इलेक्ट्रोनिक राहदानी (सामान्य राहदानी) प्राप्त गरिसक्नुभयो भने, तपाईं अनलाइन (इलेक्ट्रोनिक गुनासो विन्डो) मार्फत राहदानी पुन: जारी गर्न आवेदन दिन सक्नुहुन्छ।। (পাসপোর্ট আইন প্রয়োগের অধ্যাদেশ এর ধারা 5(2) এবং পররাষ্ট্র মন্ত্রণালয় পাসপোর্ট গাইডেন্স ওয়েবসাইট:।
· 18 বছরের নিচের অপ্রাপ্ত বয়স্ক
· ইলেক্ট্রনিক পাসপোর্ট ইস্যু করানোর কোনো অভিজ্ঞতাবিহীন আবেদনকারী
· কূটনীতিক ও অফিসিয়াল পাসপোর্টেরআবেদনকারী
· জরুরি পাসপোর্টের আবেদনকারী
· যে ব্যক্তির আবেদন করার অনুমতি রয়েছে কিন্তু এখনো সামরিক কর্তব্য করেননি।
- স্বদেশি বাসিন্দারা গভর্নমেন্ট 24 ওয়েবসাইটের মাধ্যমে এবং বিদেশি বাসিন্দারা কনস্যুলার সার্ভিসসেবা 24 ওভারসীজ কোরিয়ান ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারেন। অনলাইন পেমেন্ট চার্জ পাসপোর্ট ফি এর সাথে আলাদাভাবে আরোপ করা হতে পারে।
পুন:ইস্যু করা পাসপোর্ট গ্রহণ
- আবেদনকারী নিজে সরাসরি, প্রতিনিধির মাধ্যমে বা ডাকযোগে পাসপোর্ট সংগ্রহ করতে পারে। তবে, অনলাইন পাসপোর্ট রি- করানোর ক্ষেত্রে আবেদনকারী তার পছন্দের প্রতিষ্ঠানে আইডি প্রদর্শন করে সরাসরি পাসপোর্ট সংগ্রহ করবে (পাসপোর্ট আইন প্রয়োগের নিয়ম এর ধারা 7(1))।
- যখন কোন প্রতিনিধি নতুন ইস্যু করা পাসপোর্ট গ্রহণ করবেন তখন তাকে আবেদনকারীর আইডি’র একটি কপি ও পাওয়ার অব এটর্নিসহ নিজের আইডি উপস্থাপন করতে হবে (পাসপোর্ট আইনের বলবৎ বিধি’র ধারা 7(2))
- কেউ যদি ডাকযোগে নতুন ইস্যু করা পাসপোর্ট পেতে চান তাহলে তাকে আবেদন করার সময় বিষয়টি উল্লেখ করতে হবে এবং পাসপোর্ট গ্রহণের ঠিকানা এবং পোস্টাল খরচ সহ প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে (পাসপোর্ট আইনের বলবৎ বিধি’র ধারা 7(3))
পুন:ইস্যুকৃত পাসপোর্ট অকার্যকর হওয়া
- আবেদনকারী কোন নতুন ইস্যু করা পাসপোর্ট 6 মাসের মধ্যে গ্রহণ না করলে তা অকার্যকর হয়ে যাবে (পাসপোর্ট আইনের ধারা 13 (1) ও 2)
- পার্সপোর্ট পুন:ইস্যুকরণ করা হলে, পুন:ইস্যুকরণের জন্য আবেদন করার সময় ফেরত দেয়া পাসপোর্ট অকার্যকর হয়ে যাবে (পাসপোর্ট আইনের ধারা 13 (1) 4)