BANGLADESH

ভিসা, পাসপোর্ট
পাসপোর্টে বর্ণিত বিষয়বস্তু পরিবর্তন
পাসপোর্টে বর্ণিত বিষয়বস্তু পরিবর্তনের জন্য আবেদন
- পাসপোর্টধারী কোনো ব্যক্তি কোরিয়া প্রজাতন্ত্রের কোনো বিদেশি কূটনৈতিক মিশন (এখন থেকে কোরিয়া প্রজাতন্ত্রের এম্ব্যাসি, প্রতিনিধিত্বকারী কার্যালয় ও কনসুলেট জেনারেলবলে উল্লেখ করা হয়েছে) অথবা দেশের অভ্যন্তরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষে পাসপোর্ট সংশ্লিষ্ট কার্যাদি করে থাকেন এমন কোন প্রতিষ্ঠানে গিয়ে নিম্নে উল্লিখিত বিষয়গুলো ছাড়া তাদের পাসপোর্টের অন্যান্য বিষয়বস্তু পরিবর্তনের জন্য আবেদন করতে পারবেন (পাসপোর্ট আইনের ধারা 7 ও 15; বিদেশে কোরিয়া প্রজাতন্ত্রের কূটনৈতিক মিশন প্রতিষ্ঠা আইনের ধারা 2)।
• পাসপোর্টের ধরন, ইস্যুকারি রাষ্ট্র, পাসপোর্ট নাম্বার, ইস্যুর তারিখ, মেয়াদ উত্তীর্ণ হওয়ার তারিখ এবং ইস্যুকারি কর্তৃপক্ষ
• পাসপোর্টধারীর নাম, জাতীয়তা, লিঙ্গ, জন্ম তারিখ ও ছবি
পাসপোর্টে উল্লেখিত কোন বিষয়বস্তু পরিবর্তনের জন্য কিভাবে আবেদন করতে হবে
- যদি আবেদনকারী পাসপোর্টের বিবৃতি সংশোধন করতে চান, যেমন- তার আগের পাসপোর্টের নম্বর ও জন্মস্থান নির্দেশ করা, তাহলে তিনিপাসপোর্টের বিবৃতি সংশোধনের আবেদনপত্রের উপরে একটি বৈধ পাসপোর্ট সংযুক্ত করে আবেদন করবেন (পাসপোর্ট আইন প্রয়োগের অধ্যাদেশ এর ধারা 22 এবং পাসপোর্ট আইন প্রয়োগের নিয়ম” এর ধারা 14(1), ও সংযুক্তি ফরম নম্বর 5)।
- পররাষ্ট্র মন্ত্রণালয় শেয়ারিং প্রশাসনিক তথ্যের মাধ্যমে পাসপোর্টের বিবৃতি পরিবর্তনের আবেদনকারীরআবাসিক নিবন্ধন কার্ড বা পারিবারিক সম্পর্কের নিবন্ধনের প্রত্যয়িত কপি ইত্যাদি যাচাই করবেন। তবে, যদি আবেদনকারী সংশ্লিষ্ট নিশ্চিতকরণটি অস্বীকার করে, তাহলে আবেদনকারী আলাদাভাবে সংশ্লিষ্ট নথিপত্র (মৌলিক সনদ, যদি পারিবারিক সম্পর্কের নিবন্ধন যাচাইয়ের জন্য প্রয়োজন হয়) জমা দেবেন (পাসপোর্ট আইন প্রয়োগের নিয়ম এর ধারা 14(2))।
পাসপোর্টে বর্ণিত বিষয়বস্তু পরিবর্তনের ফি
- কেউ যদি পাসপোর্টে বর্ণিত বিষয়বস্তু, ইত্যাদি পরিবর্তনে ইচ্ছুক হন, তাহলে তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষে পাসপোর্ট-সংশ্লিষ্ট কার্যক্রম সম্পাদন করে এমন কোন প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট ফি, তথা 5,000 কেআরডব্লিউ অথবা বৈদেশিক কূটনৈতিক মিশনে 5 মার্কিন ডলার জমা দিতে হবে (পাসপোর্ট আইনের ধারা 21 (1) ও 22(1); পাসপোর্ট আইনের বলবৎ ডিক্রির ধারা 39 ও পরিশিষ্ট)