BANGLADESH

ভিসা, পাসপোর্ট
কোরিয়া প্রজাতন্ত্রের পাসপোর্টের ধারণা
পাসপোর্ট কী?
- "পাসপোর্ট" শব্দের অর্থ হলো একমাত্র শনাক্তকরণ কার্ড যেটি যাচাই করে যে ধারকের একটি কোরিয়ান নাগরিকত্ব আছে যখন ধারক বিদেশে থাকে।2008 সাল থেকে, ধারকের ছবি, নাম এবং অন্যান্য তথ্য সম্বলিত বিল্ট-ইন ইলেকট্রনিক চিপ সহ ই-পাসপোর্টগুলি উন্নত নিরাপত্তার জন্য দেওয়া হয়েছে (সূত্র: পাসপোর্টইনফর্মেশন অব মিনিস্ট্রি অব অ্যাফেয়ার্স(MOFA)- এর নিউজ-পাসপোর্ট স্টোরিজদেখুন)।
ভিন্ন ধারণা: ভ্রমণ সনদপত্র
- “ভ্রমণ সনদপত্র” হচ্ছে, নিম্মলিখিত পরিস্থিতিতে পাসপোর্টের পরিবর্তে কোন ব্যক্তিকে কেবলমাত্র নির্দিষ্ট একটি গন্তব্যে যাবার জন্য একটি দলিল (অনুচ্ছেদ 14(1), পাসপোর্ট আইন; অনুচ্ছেদ 16, পাসপোর্ট আইন প্রয়োগ আদেশ)।
• বহির্গমনকারী রাষ্ট্রহীন ব্যক্তি
• বিদেশী নাগরিকত্ব পাওয়া কোন ব্যক্তি
• আন্তঃকোরিয় বিনিময় ও সহযোগিতা আইন এর 10 নং অনুচ্ছেদ অনুসারে একজন ব্যক্তি অবশ্যই ভ্রমন সনদপত্র পাবেন, যে ব্যক্তির জন্য পররাষ্ট্র বিষয়ক এবং বানিজ্য মন্ত্রী ভ্রমণ সনদপত্র প্রদানের প্রয়োজন অনুভব করেন
• যাদের পাসপোর্ট ইস্যু করা বা পুনরায় ইস্যু করার বিষয়টি প্রত্যাখ্যাত হওয়ার বা সীমিত করে দেওয়ার কারণে বা বিদেশে অবস্থানকারী ব্যক্তিদের মধ্যে জোরপূর্বক বিতারিত করার কারণে তাঁদের স্বদেশে ফিরে যাওয়ার জন্য একটি ট্র্যাভেল সার্টিফিকেট ইস্যু করা প্রয়োজন
• অভিবাসন নিয়ন্ত্রণ আইনের 46 অনুচ্ছেদ অনুসারে কোরিয়া থেকে বিতাড়িত এমন একজন বিদেশী নাগরিক যার পক্ষে তার নিজ দেশ থেকে পাসপোর্ট বা সমমানের কোন সনদপত্র যোগাড় করা সম্ভব নয়
• উপরের তালিকার মত এমন কোন ব্যক্তি যাকে পররাষ্ট্র বিষয়ক এবং বানিজ্য মন্ত্রী জরুরীভিত্তিতে ভ্রমণ সনদপত্র দেয়া জরুরী বলে মনে করেন
- একটি ভ্রমণ সনদপত্রের বৈধ মেয়াদ অনূর্ধ 1 বছর। এটি প্রদান করার উদ্দেশ্য সাধন হবার পর এর কার্যকারিতা ফুরিয়ে যাবে (অনুচ্ছেদ 14(2), পাসপোর্ট আইন)
- ভ্রমণ সনদপত্র প্রদান এবং তার কার্যকারিতা পাসপোর্টের মতই হবে (পাসপোর্ট আইনের অনুচ্ছেদ 14(3), অনুচ্ছেদ 7 হতে 10, অনুচ্ছেদ 12, অনুচ্ছেদ 13 এবং অনুচ্চেদ 16 হতে 18)।
পাসপোর্ট এবং ভ্রমণ সনদপত্রের আকার ও বহিরাবরণ
- কোরিয়া প্রজাতন্ত্রের নাম এবং পাসপোর্টের শ্রেণীবিভাগ যথাক্রমেপ্রতিটি পাসপোর্ট এবং ভ্রমণ সনদপত্রের বহিরাবরণের উপরেরডানদিকে এবং নীচে কোরিয়ান এবং রোমান বর্ণমালায় খোদাই করা আছে। ই-পাসপোর্টের ক্ষেত্রে বহিরাবরণের নীচেরডান দিকে একটি নির্দেশক চিহ্ন সংযুক্ত করতে হবে, যাতে বোঝা যায় যে, আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থ্যার নির্ধারিত মান অনুযায়ী প্রয়োজনীয় তথ্যাবলী ঐ পাসপোর্টে ইলেক্ট্রনিকভাবে সংযোজন করা হয়েছে (অনুচ্ছেদ 2(2), পাসপোর্ট আইন প্রয়োগ আদেশ)।
- পাসপোর্ট এবং ভ্রমণ সনদপত্রের আকার হবে প্রস্থে 8.8 সেন্টিমিটার এবং দৈর্ঘ্যে 12.5 সেন্টিমিটার (অনুচ্ছেদ 2(1), পাসপোর্ট আইনের প্রয়োগ আদেশ)।
- ভ্রমণ নথির কভার কালো এবং 12 পৃষ্ঠা রয়েছে।(「পাসপোর্ট অ্যাক্ট এনফোর্সমেন্ট ডিক্রি」 ধারা 2 (3) নং 5)
পাসপোর্টে যে সকল তথ্যাদি সংযুক্ত করতে হবে এবং সংযোজনের পদ্ধতি (ই-পাসপোর্ট)
- পাসপোর্টের ব্যক্তিগত তথ্যের পৃষ্ঠা প্রিন্ট করা হবে ও ইলেক্ট্রনিকভাবে তালিকাভুক্ত করা হবে (অনুচ্ছেদ 7, পাসপোর্ট আইন; অনুচ্ছেদ 3(1), পাসপোর্ট আইন প্রয়োগ আদেশ)।
• পাসপোর্টের ধরন, প্রদানকারী দেশ, পাসপোর্ট নম্বর, প্রদানের তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ, এবং প্রদানকারী কর্তৃপক্ষ
• পাসপোর্টধারীর নাম, জাতীয়তা, লিঙ্গ, জন্ম তারিখ ও ছবি