BANGLADESH

ভিসা, পাসপোর্ট
স্বদেশীদের বহির্গমনের জন্য প্রয়োজনীয় বিষয়াদি
বহির্গমন পরিদর্শন
- কোরিয়া প্রজাতন্ত্রের কোন নাগরিক কোরিয়া প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় সীমানার বাইরে যেতে চাইলে তাকে আগমন ও বহির্গমন বন্দরে অভিবাসন নিয়ন্ত্রণ কর্মকর্তার নিকট একটি বৈধ পাসপোর্ট উপস্থাপন করতে হবে এবং বহির্গমন পরিদর্শন কার্যক্রমের মধ্য দিয়ে যেতে হবে যেখানে তাকে সংশ্লিষ্ট প্রশ্নসমূহের জবাব দিতে হবে (অনুচ্ছেদ 3(1), অভিবাসন নিয়ন্ত্রণ আইন; অনুচ্ছেদ 1(1), অভিবাসন নিয়ন্ত্রণ আইন প্রয়োগ আদেশ এর মূল বক্তব্য)।
- উল্লেখ থাকে যে, অনিবার্য কারণ বশত যদি নির্দিষ্ট আগমন এবং বহির্গমন বন্দর দিয়ে বহির্গমন করা সম্ভব না হয়, তাহলে একজন উপযুক্ত স্থানীয় প্রধান অভিবাসন নিয়ন্ত্রণ কার্যালয় অথবা বিদেশীদের বিষয়াদী দেখ-ভাল করার দায়িত্বে নিয়োজিত স্থানীয় সরকারি কার্যালয়ের অনুমতি সাপেক্ষে তাকে অন্য কোন স্থানে একজন অভিবাসন নিয়ন্ত্রণ কর্মকর্তার অধীনে বহির্গমনকালীন পরিদর্শন কার্যক্রম সম্পন্য করার পর বহির্গমন করতে হবে (অনুচ্ছেদ 3(1) এর প্রবিধান, অভিবাসন নিয়ন্ত্রণ আইন)।
লঙ্ঘনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা
- বহির্গমনকালীন পরিদর্শন না করিয়ে দেশত্যাগ করা কোন ব্যক্তিকে শাস্তি হিসেবে সর্বোচ্চ 3 বছরের কারাদণ্ড অথবা 20 মিলিয়ন কোরিয় উয়ান জরিমানা করা যাবে (অনুচ্ছেদ 94(1), অভিবাসন নিয়ন্ত্রণ আইন)।