BANGLADESH

ভিসা, পাসপোর্ট
ভিসা ছাড়া একজন বিদেশির প্রবেশ অনুমোদনের সুযোগ
নীতি
- কোরিয়া প্রজাতন্ত্রে প্রবেশ করার জন্য ভিসা হচ্ছে একটি মৌলিক প্রয়োজনীয়তা; যদি কোন বিদেশী নাগরিক কোরিয়া প্রজাতন্ত্রে প্রবেশ করতে চান তাহলে নীতিগত ভাবে অবশ্যই তার ভিসার প্রয়োজন হবে (অনুচ্ছেদ (7(1), অভিবাসন নিয়ন্ত্রণ আইন)।
ব্যতিক্রম
- উল্লেখ থাকে যে, নিম্নলিখিত যে কোন একটি অবস্থার প্রেক্ষিতে একজন বিদেশী নাগরিক ভিসা ছাড়াই কোরিয়া প্রজাতন্ত্রে প্রবেশ করতে পারবেন (অনুচ্ছেদ 7(2) অভিবাসন নিয়ন্ত্রণ আইন)।
1. যে ব্যক্তিকে কোরিয়া প্রজাতন্ত্রে পূনঃ প্রবেশের অনুমোদন দেয়া হয়েছে অথবা পূনঃ প্রবেশের জন্য নতুন করে অনুমতি নেয়া থেকে অব্যাহতি দেয়া হয়েছে; অনুমোদিত বা অব্যাহতিপ্রাপ্ত সময় শেষ হবার আগ পর্যন্ত।
2. যদি কোন বিদেশী নাগরিক কোরিয়া প্রজাতন্ত্রের সাথে ভিসা মওকুফ চুক্তির আওতাধীন কোন দেশের নাগরিক হয়ে থাকেন, তাহলে তিনি ভিসা ছাড়াও কোরিয়ায় প্রবেশ করতে পারবেন।
3. যে ব্যক্তি আন্তর্জাতিক বন্ধুত্ব, ভ্রমণ কিংবা জাতীয় স্বার্থে কোরিয়া প্রজাতন্ত্র প্রবেশ করতে আগ্রহী কিংবা এই কারণে যাকে আলাদাভাবে প্রবেশের অনুমতি দেয়া হয়েছে।
4. এমন একজন ব্যক্তি, যিনি উদ্বাস্তু ভ্রমন কাগজ নিয়ে কোরিয়া প্রজাতন্ত্র থেকে বের হয়ে যাবার পর সেই সার্টিফিকেটের মেয়াদ শেষ হবার আগেই কোরিয়া প্রজাতন্ত্রে প্রবেশ করেন।
※ উপরে উল্লেখিত 2 এবং 3 নং পরিস্থিতি নীচে আরো বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হলো।
আগাম ভ্রমণের অনুমোদন
- অ্যাটর্নি জেনারেল নিচের শ্রেণিভুক্ত বিদেশিদের আগাম ভ্রমণের অনুমোদন দিতে পারেন যদি ঐ বিদেশি ব্যক্তিকে জন শৃঙ্খলা (পাবলিক অর্ডার) বজায় রাখা বা জাতীয় স্বার্থের জন্য জরুরি বলে মনে হয়।
· যদি ঐ ব্যক্তি এমন কোনো দেশের নাগরিক হন যে দেশ রিপাবলিক অভ কোরিয়ার সাথে ভিসা অব্যাহতির চুক্তি করেছে এবং সে অনুযায়ী অব্যাহতি পাওয়ার যোগ(অভিবাসন নিয়ন্ত্রণ আইন এর ধারা 7-3, অনুচ্ছেদ 1)
· যদি ঐ ব্যক্তি আন্তর্জাতিক বন্ধুত্ব, পর্যটন বা কোরিয়ার স্বার্থে কোরিয়ায় প্রবেশ করেন এবং সে অনুযায়ী আলাদাভাবে প্রবেশের অনুমোদন সংগ্রহ করেন।
· যদি ঐ ব্যক্তি অন্যান্য আইন অনুসারে ভিসা ছাড়া কোরিয়ায় প্রবেশ করতে পারেন।
- ঐ ব্যক্তি একটি আগাম ভ্রমণের অনুমোদন পাওয়ার জন্য নিম্নলিখিত সকল যোগ্যতা পূরণ করবেন। ব্যক্তিটি অনলাইনে আগাম ভ্রমণের অনুমোদনের জন্য আবেদন করতে পারেন যার খরচ KRW 10,000 (অভিবাসন নিয়ন্ত্রণ আইন প্রয়োগের নিয়ম এর ধারা 8-3 , ধারা 8-4, অনুচ্ছেদ 2 ও 3 এবং ধারা 72, উপ-অনুচ্ছেদ 1-2)।
· আবেদনকারীর একটি বৈধ পাসপোর্ট থাকতে হবে।
· আবেদনকারীর প্রতি কোনো প্রবেশ নিষেধাজ্ঞা বা অস্বীকৃতি থাকতে পারবে না (অভিবাসন নিয়ন্ত্রণ আইন এর ধারা 11)।
· আবেদনকারীর প্রবেশের উদ্দেশ্য তার বসবাসের যোগ্যতা পূরণ করবে।
· আবেদনকারী তার অনুমোদিত বসবাসের সময়কালের মধ্যেই কোরিয়া ত্যাগ করার জন্য স্বীকৃত হবে।
· অ্যাটর্নি জেনারেল কর্তৃক নির্ধারিত অন্যান্য যোগ্যতা আবেদনকারীর থাকতে হবে।
- কোরিয়ায় প্রবেশের সময় বিদেশি ব্যক্তির কাছে তার আগাম ভ্রমণের অনুমোদন থাকতে হবে (অভিবাসন নিয়ন্ত্রণ আইন এর ধারা 7-3, অনুচ্ছেদ 2)।