BANGLADESH

ভিসা, পাসপোর্ট
ভিসা প্রদানের সনদ কী?
ভিসা প্রদানের সনদের ধারণা
- “ভিসা প্রদানের সনদ” হচ্ছে এমন একটি দলিল যা কোরিয়া প্রজাতন্ত্রে প্রবেশ করতে আগ্রহী কোন বিদেশী অথবা সেই বিদেশীকে নিমন্ত্রণকারীর আবেদনের প্রেক্ষিতে ভিসা প্রদানের আগেই বিচার মন্ত্রী কর্তৃক বিশেষ প্রয়োজনীয় বিবেচনায় প্রদান করা হয় (অনুচ্ছেদ 9(1) এবং (2), অভিবাসন নিয়ন্ত্রণ আইন)।
ভিসা প্রদানের সনদ প্রদান
- কোরিয়ার কোন বৈদেশীক কূটনৈতিক কর্তৃপক্ষ (যাএই নথিতে দূতাবাস, দূত,প্রতিনিধিত্বকারী দপ্তর, কনস্যুলেটজেনারেল এবং কোরীয় প্রজাতন্ত্রের কনস্যুলেট হিসেবে অভিহিত) কর্তৃকপ্রদানকৃত নয়, এমন কোনো ভিসার ক্ষেত্রে ইস্যুর প্রক্রিয়াটি সরল ও সংক্ষিপ্তকরার উদ্দেশ্যে ভিসা ইস্যুর সনদটি প্রদান করা হয়ে থাকে। এই সকল প্রতিষ্ঠান/কর্তৃপক্ষনিজ নিজ কর্মক্ষেত্রে কোরীয় প্রজাতন্ত্রে আসতে আগ্রহীবিদেশীদের জন্য অভিবাসন দপ্তর বা শাখা দপ্তর হিসেবে কাজ করে থাকে (সূত্র: হাই কোরিয়াওয়েবসাইট-ইনফরমেশন শেয়ারিং কর্নার-ইমিগ্রেশন/স্টে গাইড-ইনভিটেশন/ভিসা-কনফার্মেশনঅভ ভিসা ইস্যুয়েন্স দেখুন)।