BANGLADESH

ভিসা, পাসপোর্ট
ভিসার মেয়াদ বৃদ্ধির মৌলিক নীতি
ভিসার মেয়াদ বৃদ্ধির অনুমতি
- যদি কোন বিদেশী তার নির্ধারিত মেয়াদ শেষে সাময়িক আবাসিক অবস্থান আরো দীর্ঘায়িত করতে চায়, তাহলে তার বৈধ মেয়াদকাল শেষ হবার আগেই তাকে তার ভিসার মেয়াদ বৃদ্ধির জন্য বিচার মন্ত্রী বরাবর আবেদন করতে হবে (অনুচ্ছেদ 25, অভিবাসন নিয়ন্ত্রণ আইন)।
ভিসার মেয়াদ বৃদ্ধির অনুমতি আবেদনের বাধ্যকতা
- বিবেচনাধীন ব্যক্তি ভিসার মেয়াদ বৃদ্ধির অনুমতির জন্য আবেদন করবেন। তবে, ধরা যাক আবেদনকারীর বয়স 17 বছরের কম। এই ক্ষেত্রে, তার পরিবর্তে তার পিতা-মাতা, ভার্চুয়াল অভিভাবক, ভাই-বোন, গ্যারান্টর বা হাউজমেট আবেদন করবেন যদি আবেদনকারী আবেদন না করে (অভিবাসন নিয়ন্ত্রণ আইন এর ধারা 79-4, অভিবাসন নিয়ন্ত্রণ আইন প্রয়োগের অধ্যাদেশ এর ধারা 89(1) এবং অভিবাসন নিয়ন্ত্রণ আইন প্রয়োগের নীতিমালা এর ধারা 34)।
ভিসার মেয়াদ বৃদ্ধির সর্বোচ্চ সীমা
- আইনত সুনির্দিষ্টকৃত সর্বোচ্চ সীমা পর্যন্ত ভিসার মেয়াদ বৃদ্ধি করা হতে পারে (অভিবাসন নিয়ন্ত্রণ আইন প্রয়োগের নীতিমালা এর ধারা 37(1) )।
- ওয়ার্কিং ভিজিট (H-2) ভিসাধারীদের ভিসার মেয়াদ পরপর তিন বছর বর্ধিত নাও হতে পারে। তবে, বিদেশি ব্যক্তি যদি নিয়োগকর্তার সুপারিশের মতো অ্যাটর্নি জেনারেল কর্তৃক নির্ধারিত যোগ্যতার শর্তসমূহ পূরণ করেন, তাহলে তার বসবাসের অনুমতির মেয়াদ পাঁচ বছর পর্যন্ত বৃদ্ধি করা হতে পারে। তবে, বিদেশি শিক্ষার্থীর পিতা-মাতা বা বৈবাহিক সঙ্গীরা শুধুমাত্র শিক্ষার্থীর অনুমোদিত বসবাসের সময়কাল ধরে কোরিয়াতে থাকতে পারবেন যদি তারা বিদেশি শিক্ষার্থীর ওয়ার্কিং ভিজিট ভিসা (H-2) -এর মাধ্যমে প্রবেশ করে থাকেন (অভিবাসন নিয়ন্ত্রণ আইন প্রয়োগের নিয়ম এর ধারা 37(2) ও (3))।
※ প্রতি রাউন্ডে প্রতিটি আবাসন যোগ্যতার জন্য সর্বোচ্চ বসবাসের সময়কাল সম্পর্কে পড়তে অনুগ্রহ করে অভিবাসন নিয়ন্ত্রণ আইন প্রয়োগের নিয়ম এর সংযুক্ত ছক 1 দেখুন ।