BANGLADESH

ভিসা, পাসপোর্ট
বিদেশীদের প্রবেশের ক্ষেত্রে প্রয়োজনীয় বিষয়াদী
প্রবেশকালীন পরিদর্শন
- কোরিয়া প্রজাতন্ত্রে প্রবেশে ইচ্ছুক কোনো বিদেশিকে আগমন ও বহির্গমন বন্দরের অভিবাসন নিয়ন্ত্রণ কর্মকর্তার কাছে তার পাসপোর্ট ও ফর্মটি ইমিগ্রেশন অফিসারের কাছে জমা দিয়ে অভিবাসন স্ক্রীনিংয়ের মধ্য দিয়ে যেতে হবে (অনুচ্ছেদ 12(1), অভিবাসন নিয়ন্ত্রণ আইন)।
- অনিবার্য কারণ বশত যদি কোন বিদেশীর পক্ষে কোরিয়া প্রজাতন্ত্রের নির্দিষ্ট আগমন এবং বহির্গমন বন্দর দিয়ে প্রবেশ করা সম্ভব না হয়, তাহলে স্থানীয় প্রধান অভিবাসন নিয়ন্ত্রণ কর্মকর্তা অথবা বিদেশীদের বিষয়াদী দেখ-ভাল করার দায়িত্বে নিয়োজিত স্থানীয় সরকারি কার্যালয়ের অনুমতি সাপেক্ষে তাকে অন্য কোন স্থানে একজন অভিবাসন নিয়ন্ত্রণ কর্মকর্তার অধীনে প্রবেশকালীন পরিদর্শন কার্যক্রম সম্পন্ন করতে হবে (অনুচ্ছেদ 12(2) এবং অনুচ্ছেদ 6(1) এর প্রবিধান, অভিবাসন নিয়ন্ত্রণ আইন)।
- লঙ্ঘনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা
• প্রবেশকালীন পরিদর্শন প্রক্রিয়া সম্পন্য না করে কোরিয়া প্রজাতন্ত্রের অনুপ্রবেশকারী কোন বিদেশী নাগরিককে স্থানীয় প্রধান অভিবাসন নিয়ন্ত্রণ কর্মকর্তা অথবা বিদেশীদের বিষয়াদী দেখ-ভাল করার দায়িত্বে নিয়োজিত স্থানীয় সরকারি কার্যালয়ের প্রধাণ কর্মকর্তা জোর পূর্বক দেশ থেকে বহিষ্কার করতে পারেন (অনুচ্ছেদ 46(1)4, অভিবাসন নিয়ন্ত্রণ আইন)।
• উপরস্তু, প্রবেশকালীন পরিদর্শন প্রক্রিয়া সম্পন্য না করে কোরিয়া প্রজাতন্ত্রের অনুপ্রবেশকারী কোন বিদেশী নাগরিককে অনধিক 5 বছরের কারাবাস অথবা 50 মিলিয়ন কোরিয়ান উয়ান জরিমানায় দণ্ডিত করা যেতে পারে (অনুচ্ছেদ 93(3)1, অভিবাসন নিয়ন্ত্রণ আইন)।
※ “বিদেশী” মানে, এমন একজন ব্যক্তি যে কোরিয়া প্রজাতন্ত্রের নাগরিক নয় (অনুচ্ছেদ 2(2), অভিবাসন নিয়ন্ত্রণ আইন)।
※ “আগমন এবং বহির্গমন বন্দর” বলতে বোঝায় কোরিয়া প্রজাতন্ত্রের স্থল, নৌ বা বিমানবন্দর, অথবা নিম্নলিখিত এমন কোন স্থান, যেখান দিয়ে কোন ব্যক্তি কোরিয়া প্রজাতন্ত্রে প্রবেশ এবং প্রস্থান করতে পারে (অনুচ্ছেদ 2(6), অভিবাসন নিয়ন্ত্রণ আইন; অনুচ্ছেদ 98(1), অভিবাসন নিয়ন্ত্রণ আইন প্রয়োগ আদেশ)।
1. ভূমি, পরিবহন ও নৌ বিষয়ক মন্ত্রী কর্তৃক 「বিমান বন্দর স্থাপনা আইন」 ধারা 2.3 অনুযায়ী মনোনীত বিমানবন্দর।
2. আন্তঃ- কোরিয়ান বিনিময় এবং সহযোগিতা আইনে প্রয়োগবিধির অনুচ্ছেদ 2(1)- এর উপ- অনুচ্ছেদ 1, 2, 3 এবং 6- এ প্রবেশ এবং প্রস্থান এর স্থান উল্লেখ করা হয়েছে।
3. জাহাজ আগমন এবং বহির্গমন ইত্যাদি আইনের অনুচ্ছেদ 2.1 অনুযায়ী বাণিজ্য বন্দর।
4. ওসান সামরিক বিমানঘাঁটি, ডেগু সামরিক বিমানঘাঁটি, গোয়াংজু সামরিক বিমানঘাঁটি, গানসান সামরিক বিমানঘাঁটি এবং সিউল বিমানবন্দর।
প্রবেশ অনুমতির জন্য প্রয়োজনীয় বিষয়াদী
- কোরিয়া প্রজাতন্ত্রে প্রবেশ করতে ইচ্ছুক কোন বিদেশীর নিম্নলিখিত প্রয়োজনীয় বিষয়াদী থাকলে তিনি প্রবেশের অনুমতি পেতে পারেন (অনুচ্ছেদ 11 এবং অনুচ্ছেদ 12(3), অভিবাসন নিয়ন্ত্রণ আইন)।
• বৈধ পাসপোর্ট এবং ভিসা থাকতে হবে (অভিবাসন নিয়ন্ত্রণ আইন অনুযায়ী কেবলমাত্র যে সকল দেশের জন্য ভিসা প্রযোজ্য)।
• প্রবেশের উদ্দেশ্য আবাসিক মর্যাদার সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে।
• অবস্থানের স্থায়িত্ব অবশ্যই সুনির্দিষ্ট হতে হবে।
• নিম্নলিখিত বিষয়গুলোর কারণে একজন বিদেশীকে প্রবেশের অনুমতি নাও দেয়া যেতে পারে কিংবা প্রবেশের আবেদন প্রত্যাখ্যান করা যেতে পারে:
1. সংক্রামক রোগী, মাদকাসক্ত অথবা জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং বিপদজনক কোন ব্যক্তি।
2. কোন ব্যক্তি আইনে নির্দেশিত আগ্নেয়াস্ত্র, তরবারি, বিস্ফোরক সংক্রান্ত নিরাপত্তা ব্যবস্থাপনার ব্যত্যয় ঘটিয়ে বেআইনীভাবে আগ্নেয়াস্ত্র, তরবারি, বিস্ফোরক ইত্যাদি নিয়ে কোরিয়া প্রজাতন্ত্রে প্রবেশের চেষ্টা করলে।
3. কোন ব্যক্তি কর্তৃক কোরিয়া প্রজাতন্ত্র কিংবা জন নিরাপত্তা স্বার্থের জন্য ক্ষতিকর কিছু করার মত পর্যাপ্ত সম্ভাবনা থাকলে।
4. কোন ব্যক্তি কর্তৃক অর্থনীতি, সমাজশৃঙ্খলা কিংবা মূল্যবোধের জন্য ক্ষতিকর কিছু করার মত পর্যাপ্ত সম্ভাবনা থাকলে।
5. কোরিয়া প্রজাতন্ত্রে অবস্থানকালীন সময়ে বুদ্ধিবৃত্তিক সহায়তাদানকারি ছাড়া আগমনে ইচ্ছুক মানসিকভাবে অসুস্থ ব্যক্তি, কোরিয়া প্রজাতন্ত্রে অবস্থানকালীন সময়ের খরচ মেটাতে অক্ষম এবং যাদের ত্রাণ প্রয়োজন।
6. বাধ্যতামূলক নির্বাসন আদেশের অধীনে কোরিয়া প্রজাতন্ত্র থেকে বহিষ্কৃত হবার পর 5 বছর অতিক্রান্ত না হওয়া কোন ব্যক্তি।
7. জাতি, জাতিগত, ধর্ম, জাতীয়তা, রাজনৈতিক মতামত ইত্যাদি ক্ষেত্রে 1910 সালের 29 আগস্ট থেকে 1945 সালের 15 আগস্ট পর্যন্ত হয় জাপান সরকার, নতুবা জাপানের সাথে জোটভুক্ত সরকার, কিংবা জাপানের কর্তৃত্বাধীন সরকারের আদেশে বা যোগসাজসে জনসাধারণের উপর গণহত্যা বা মানুষের উপর নৃশংস আচরণকারী কোন ব্যক্তি।
8. উপরোক্ত 1 থেকে 7 উপ-অনুচ্ছেদ সঙ্গে তুলনীয় কারণে কোরিয়ার বিচার মন্ত্রী কর্তৃক কোরিয়া প্রজাতন্ত্রে প্রবেশের জন্য অনুপযুক্ত হিসেবে গণ্য ব্যক্তি।
9. কোরিয়া প্রজাতন্ত্রে প্রবেশে ইচ্ছুক এমন কোন বিদেশী, যার দেশ উপরোক্ত 1 থেকে 8 অনুচ্ছেদে বর্ণিত বিষয়াবলীর কারণে কোরিয় নাগরিকদের সেই দেশে প্রবেশের অনুমতি প্রদান করে না।
- যদি একজন বিদেশী প্রমাণ করতে ব্যর্থ হন যে তিনি পূর্ববর্তী প্রয়োজনীয়তাগুলি পূরণ করেন, তাহলে অভিবাসন নিয়ন্ত্রণ কর্মকর্তা গণপ্রজাতন্তী কোরিয়ায় তার (ঐ বিদেশীর) প্রবেশের অনুমতি প্রত্যাখ্যান করতে পারেন (অনুচ্ছেদ 12(4), অভিবাসন নিয়ন্ত্রণ আইন)।
※ এই পুস্তিকাটি ভিসা সম্পর্কিত আইনি তথ্য প্রদান করে, যা কোন বিদেশি রাষ্ট্রে প্রবেশের জন্য আপনার প্রয়োজন হবে। কোরিয়া প্রজাতন্ত্রে প্রবেশ করার জন্য অন্যান্য প্রয়োজনীয় বিষয়গুলো সম্পর্কে জানার জন্য, হাই কোরিয়া ওয়েবসাইট-ইনফরমেশনশেয়ারিং কর্নার-ইমিগ্রেশন/স্টে গাইড দেখুন।
প্রবেশের সময় বায়োমেট্রিক তথ্য, ইত্যাদির বিধান
- কোরিয়ায় প্রবেশে ইচ্ছুক বিদেশি ব্যক্তি অভিবাসন অতিক্রম করার জন্য তার বায়োমেট্রিক তথ্য প্রদান করবেন ও তার পরিচয় নিশ্চিত করবেন। তবে, নিম্নলিখিত শ্রেণিভুক্ত ব্যক্তিরা এমন প্রক্রিয়া সম্পাদনে বাধ্য নয় (অভিবাসন আইনের অনুচ্ছেদ 12-2(1), অনুচ্ছেদ 15-2 এবং অভিবাসন আইনের প্রয়োগবিধির সংযোজিত সারণি 1-2)।
• 17 বছরের কম বয়সী ব্যক্তি
• বিদেশি সরকার বা আন্তর্জাতিক সংস্থার কাজ সম্পাদনে ইচ্ছুক ব্যক্তি ও তাদের সঙ্গে থাকা পরিবার।
• বন্ধুত্বের প্রচার ও প্রসার এবং অন্যান্য দেশের সঙ্গে সংস্কৃতি বিনিময়ের উদ্দেশ্যে, অর্থনৈতিক কার্যক্রম বা জাতীয় স্বার্থ সহজ করার উদ্দেশ্যে বায়োমেট্রিক তথ্য প্রদান করা থেকে অব্যাহতি দেওয়া প্রয়োজন বলে মনে হয় এমন ব্যক্তি।
- অভিবাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়ার সময়, বিদেশি ব্যক্তি ফেশিয়াল তথ্যের পাশাপাশি অভিবাসন নিয়ন্ত্রণ কর্মকর্তা কর্তৃক নির্ধারিত তথ্য ডিভাইসের মাধ্যমে উভয় হাতের তর্জনীর ছাপ প্রদান করবেন। তবে, যদি কোনো ক্ষতি বা অন্যান্য অনিবার্য কারণে বিদেশি ব্যক্তি তর্জনীর ছাপ প্রদান করতে না পারেন, তাহলে তিনি বৃদ্ধাঙ্গুল, মধ্যমা ও কনিষ্ঠা আঙুলের ক্রমে বিকল্প আঙুলের ছাপ প্রদান করবেন (“অভিবাসন নিয়ন্ত্রণ আইন প্রয়োগের নিয়মাবলী” এর ধারা 19-3)।
· অভিবাসন নিয়ন্ত্রণ কর্মকর্তা প্রদত্ত বায়োমেট্রিকসটি অভিবাসন স্ক্রীনিংয়ে ব্যবহার করতে পারেন। বিদেশি ব্যক্তি যদি তার বায়োমেট্রিক তথ্য প্রদানে অস্বীকৃতি জানান, তাহলে কর্মকর্তা ঐ ব্যক্তিকে কোরিয়ায় প্রবেশের অনুমতি নাও দিতে পারেন (“অভিবাসন নিয়ন্ত্রণ আইন” এর ধারা 12-2(2) ও (5))।
※ “বায়োমেট্রিকস” বলতে বুঝায় ব্যক্তিগত তথ্য যেমন- ব্যক্তির আঙুলের ছাপ, মুখ, চোখের তারা (আইরিশ) ও হাতের তালুর শিরা যা শনাক্তকরণের জন্য ব্যবহৃত হয় (ইমিগ্রেশন নিয়ন্ত্রণ আইন অনুচ্ছেদ 2(15))।