BANGLADESH

ঋণচুক্তি
দেওয়ানি মামলার উদ্দেশ্য
দেওয়ানি মামলার উদ্দেশ্য
- “দেওয়ানি মামলার উদ্দেশ্য” হলো কোন ব্যক্তির আধিকার সুরক্ষা ও দেশের আইন-শৃঙ্খলা সংরক্ষণ।
- পরিশোধ বকেয়া হলে একজন ঋণদাতা তার খাতকের কাছ থেকে পরিশোধ দাবি করার অধিকারী হবেন, এবং খাতক যদি পরিশোধে ব্যর্থ হয়, তাহলে ঋণদাতা ওই খাতকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারবেন।
- পরিশোধের জন্য কোন দাবি বাধ্যতমূলক বিবেচিত হবে এমন পরিস্থিতিতে মামলার ধরন।
দেওয়ানি মামলার অধিক্ষেত্র
- বিবাদির নিবন্ধিত ঠিকানা যে আদালতের আওতাধীন সেখানে দেওয়ানি মামলার কার্যক্রমের জন্য পেশ করতে হবে। তবে, বাদির যদি ওই ঠিকানা জানা না থাকে সেক্ষেত্রে স্থানটি বিবাদির আবাসস্থল হতে পারে, এবং ওই আবাসস্থলের ঠিকানাও যদি বাদির জানা না থাকে, তাহলে বিবাদির যে ঠিকানা বাদির জানা আছে স্থানটি হবে সেই ঠিকানায়। (দেওয়ানি কার্যবিধি আইনের ধারা 3)
- তদসত্ত্বেও, বিবাদির বিরুদ্ধে দায়ের করা কোন দেওয়ানি মামলা কার্যক্রম যদি সম্পত্তি সংশ্লিষ্ট হয় (যেমন, ভোক্তা অর্থঋণ চুক্তির আওতায় পরিশোধের দাবি), তাহলে দাবির বিষয়বস্তু, অথবা জমানত, অথবা বিবাদির কোন বাজেয়াপ্তযোগ্য সম্পত্তি যে এলাকায় অবস্থিত সেখানকার কোন আদালতে দাবিদার তার দাবি পেশ করতে পারেন। (দেওয়ানি কার্যবিধি আইনের ধারা 11)
※ আদালতের অবস্থান খুঁজে পেতে আপনি ভিজিট করতে পারেন: <কোর্ট অব কোরিয়া-কোর্টস >