BANGLADESH

ঋণচুক্তি
মেয়াদ সীমার উদ্দেশ্য
মেয়াদ সীমার উদ্দেশ্য
- কোন “মেয়াদ সীমা”র মানে হলো দাবি করার অধিকার রয়েছে এমন কোন পক্ষ যে নির্দিষ্ট সময় সীমার মধ্যে তার দাবি পেশ করবে। মেয়াদসীমার মধ্যে ওই পক্ষ দাবি উত্থাপন না করলে, তার দাবি করার অধিকার নি:শেষ হয়ে যাবে।
· মেয়াদ সীমা অতিক্রম হওয়ায় যদি মূল ঋণ নি:শেষ হয়ে যায়, তাহলে জমা হওয়া সুদের ওপর অধিকারও নি:শেষ হয়ে যাবে। (দেওয়ানি আইনের ধারা 183)