BANGLADESH

ঋণচুক্তি
পরিশোধে ব্যর্থতা
পরিশোধে ব্যর্থতা
- ঋণগ্রহীতা যদি নির্ধারিত তারিখে ঋণ পরিশোধে ব্যর্থ হন, তাহলে ঋণদাতা মূল অংকের বাইরে ক্ষতিপূরণ দাবি করতে পারবেন (অর্থাৎ, মূল ঋণ এবং সম্মত সুদ)। তবে, তবে ওই ব্যর্থতা যদি ঋণগ্রহীতার ইচ্ছাকৃত বা অবহেলার কারণে না হয়, তাহলে ঋণদাতা ক্ষতিপূরণ দাবি করবেন না। (দেওয়ানি আইনের ধারা 390)
· “ইচ্ছাকৃত” মানে কোন ব্যক্তির মনের এমন অবস্থা যেখানে তিনি জেনেশুনে কিছু করছেন বা তার জেনেশুনে করা ভুল যার ফলে কোন ক্ষতি বা লোকসান হয়, ইচ্ছাকৃতভাবে আরেকজনকে এ ধরনের ক্ষতি বা লোকসানের সম্মুখিন করা বা এ ধরনের পরিস্থিতে নিশ্চুপ থাকা।
· “অবহেলা” মানে কোন ব্যক্তির মনের এমন অবস্থা যেখানে তিনি এমন যথোপযুক্ত সতর্কতা অবলম্বনে ব্যর্থ হয়েছেন যা যুক্তিসঙ্গতভাবে একজন মানুষ অবলম্বন করে। এ ধরনের সতর্কতার অভাবে যখন আরেক ব্যক্তির ক্ষতি হয় তা থেকেও অবহেলার সৃষ্টি হয়।