BANGLADESH

ঋণচুক্তি
পরিশোধ আদালতে জমাদান
পরিশোধ আদালতে জমাদানের উদ্দেশ্য
- ঋণদাতা যদি ঋণগ্রহীতার কাছ থেকে পরিশোধ গ্রহণ করতে অস্বীকৃত জানায় বা অক্ষম হয়ে পড়ে, তাহলে দ্বিতীয় ব্যক্তি আদালতে জমাদানের মাধ্যমে তার ঋণ বাধ্যবাধকতা পালন করতে পারেন। ঋণগ্রহীতার পক্ষ থেকে অবহেলার কারণেও ঋণদাতা একই পন্থা অবলম্বন করতে পারেন। (দেওয়ানি আইনের ধারা 487)
পরিশোধ আদালতে জমাদানের কার্যকারিতা
- আদালতে পরিশোধ প্রদান সম্পন্ন হয়ে গেলে, ঋণগ্রহীতা তার ঋণ দায়বদ্ধতা থেকে মুক্তি পাবেন। (দেওয়ানি আইনের ধারা 487)
পরিশোধ আদালতে জমাদানের স্থান
- বাধ্যবাধকতা প্রতিপালনের জন্য আদালতের পরিশোধ দফতরে গিয়ে পরিশোধ জমা দিতে হবে। (দেওয়ানি আইনের ধারা 488-(1))
· আদালতে পরিশোধ-সংশ্লিষ্ট বিষয়গুলো পরিচালনার দায়িত্বে থাকবে আদালত (কোর্ট অর্গানাইজেশন এ্যাক্ট-এর ধারা 2), এবং জেলা আদালত, সেগুলোর শাখা এবং কান্ট্রিকোর্টগুলো এসব বিষয়ে দায়িত্ব গ্রহণ করবে।
※ আদালতের অবস্থান জানতে আপানি ভিজিট করতে পারেন: <কোর্ট অব কোরিয়া-কোর্টস>