BANGLADESH

ঋণচুক্তি
রশিদইস্যুকরা
রশিদেরজন্যঅনুরোধ
- ঋণগ্রহণকারীঋণপরিশোধেরসময়পরিশোধগ্রহণকারীব্যক্তিকেএকটিরশিদপ্রদানেরঅনুরোধজানাতেপারেন (দেওয়ানিআইনেরধারা474)
·পরিপূর্ণবাআংশিকপরিশোধেরঘটনাঘটলেরশিদচাওয়ারঅধিকারেরপ্রশ্নওঠে
- রশিদইস্যুকরারসময়একইসঙ্গেপরিশোধকরতেহবে
ঋণেরদলিলফেরতদানেরঅনুরোধজানানোরঅধিকার
- ঋণের যদি কোন দলিল থেকে থাকে, তাহলে যিনি পরিপূর্ণ পরিশোধ করেছেন তিনি ওই দলিল ফেরত চাইতে পারেন। পরিশোধ ছাড়া অন্য যে কোন কারণেও ঋণ বাধ্যবাধকতার পূর্ণ অবসান হয়েছে এমন ক্ষেত্রেও এটা প্রযোজ্য। (দেওয়ানি আইনের ধারা 475)
রশিদকিভাবেপ্রস্তুতকরাহবে
- নিম্নলিখিতউপায়েকোনরশিদপ্রস্তুতকরতেহবে
·পরিশোধগ্রহণকরছেনএমনঋণদাতারশিদপ্রস্তুতকরবেন
·রশিদেস্পষ্টভাবেপরিশোধেরতারিখপরিশোধেরপরিমাণউল্লেখথাকতেহবে
·ঋণেরআংশিকনিস্পত্তিরঘটনাঘটলে, সেক্ষেত্রেওইধরনেরপরিশোধেরউদ্দেশ্যেরব্যাপারেপক্ষগুলোএকমতহবে
[রশিদতৈরিরটেমপ্লেট]
রশিদ
1 মার্চ, 2015, আমি, নিম্নস্বাক্ষরকারী, নিশ্চিত করছি যে মূল ঋণ 15,000,000 কেআরডিব্লিউ-এর বিপরীতে আংশিক পরিশোধ হিসেবে 5,000,000 কেআরডিব্লিউ যথাযথভাবে বুঝে পেয়েছি।
এ বিষয়ে একমত যে, ঋণ গ্রহীতা এককালীণ সুদ হিসেবে 1,500,000 কেআরডিব্লিউ পরিশোধ করবেন, বার্ষিক 10% হারে এই সুদ জমা হয়েছে। এরপর মূল ঋণের পরিমাণ দাঁড়াবে 10,000,000 কেআরডিব্লিউ।
2015,3.1
1মার্চ, 2015
গ্রহণকারী: দায়ে-হানকিম [সিল]