BANGLADESH

ঋণচুক্তি
সঙ্গতি ও দায়শোধ
সঙ্গতি ও দায়শোধের উদ্দেশ্য
- ঋণদাতার সম্মতিক্রমে কোন ঋণগ্রহীতা যদি প্রকৃতপক্ষে যা প্রত্যাশা করা হয়েছিলো তার পরিবর্তে ভিন্ন ধরনের কোন কাজ করে থাকেন, ওই কাজটিকে বৈধ কাজ বলে বিবেচনা করা হবে। (দেওয়ানি আইনের ধারা 466)
· উদাহরণস্বরূপ, 5,000,000 কেআরডব্লিউ নিয়েছেন এমন কোন ঋণগ্রহীতা ঋণদাতার সম্মতিক্রমে ওই ঋণের পরিবর্তে ঋণদাতাকে একটি হীরার আংটি দিতে পারেন।
সঙ্গতি ও দায়শোধের জন্য আবশ্যকতা
- সঙ্গতি ও দায়শোধের ব্যাপারে পক্ষগুলোর মধ্যে একটি চুক্তি হতে হবে।
- সেখানে একটি ঋণের অস্তিত্ব থাকতে হবে।
- বিকল্প কাজটি আসলেই প্রত্যাশিত কিনা সে বিষয়ে পক্ষগুলোর মধ্যে একটি চুক্তি থাকতে হবে।
· প্রকৃতপক্ষে যা প্রত্যাশা করা হচ্ছে বিকল্প বস্তুটির আর্থিক মূল্যমান একই রকম নাও হতে পারে।
· সে অনুযায়ী, ওই 5,000,000 কেআরডব্লিউ ঋণগ্রহীতা সঙ্গতি ও দায়শোধ অনুযায়ী ঋণদাতাকে 4,000,000 কেআরডব্লিউ মূল্যমানের একটি হীরার আংটি দিতে পারেন।
- সঙ্গতি ও দায়শোধের কোন কাজ মূলত ঋণগ্রহীতাই করে থাকেন।
সঙ্গতি ও দায়শোধের কার্যকারিতা
- ঋণগ্রহীতা সঙ্গতি ও দায়শোধের কোন কাজ করলে ওই কাজের কার্যকারিতা ঋণ পরিশোধের মতো একই হবে।(দেওয়ানি আইনের ধারা 466)
- ফলে, এরপর থেকে ঋণ বাধ্যবাধকাতার অবসান ঘটবে।