BANGLADESH

ঋণচুক্তি
ঋণগ্রহীতার পরিশোধ
পরিশোধের অর্থ
- “পরিশোধ” মানে হলো ঋণের বাধ্যবাধকতা প্রতিপালনসংশ্লিষ্ট একটি কর্ম। ভোক্তা অর্থঋণ চুক্তি’র অনুযায়ী পরিশোধের মানে হলো, ঋণদাতাকে তার কাছ থেকে নেয়া ঋণের অর্থ ফেরত দেয়া।
পরিশোধের প্রস্তাব
- ঋণ বাধ্যবাধকতার অভিপ্রায়ের সঙ্গে কঠোর সঙ্গতি রেখে প্রকৃত প্রস্তাবের মাধ্যমে পরিশোধ কার্য সম্পদান করতে হবে। (দেওয়ানি আইনের ধারা 460)
· তবে, ঋণদাতা যদি কোন আগাম পরিশোধ গ্রহণ করতে অস্বীকৃতি জানায় বা ঋণদাতার কোন কাজের কারণে পরিশোধ করার প্রয়োজন হয়ে পড়ে তাহলে ঋণগ্রহীতার জন্য ঋণদাতাকে একটি অবশ্য পালনীয় বিজ্ঞপ্তি পাঠানোই যথেষ্ঠ হবে যে ঋণগ্রহীতা পরিশোধে ইচ্ছুক এবং পরিশোধের জন্য প্রস্তুত। (দেওয়ানি আইনের ধারা 460)
- পরিশোধের প্রস্তাব ঋণগ্রহীতাকে ওই প্রস্তাবের সময় থেকে তার ঋণের বাধ্যবাধকতা প্রতিপালন না করার দায় থেকে মুক্তি দেবে। (দেওয়ানি আইনের ধারা 461)
পরিশোধের স্থান
- পরিশোধের স্থানের ব্যাপারে চুক্তিবদ্ধ পক্ষগুলোর মধ্যে কোন সিদ্ধান্ত না থাকলে, ঋণদাতার বর্তমান ঠিকানায় পরিশোধ করতে হবে। তবে বাণিজ্যিক লেনদেনের সঙ্গে যুক্ত পরিশোধের ক্ষেত্রে পরিশোধ করতে হবে ঋণদাতার ব্যবসায়িক ঠিকানায়। (দেওয়ানি আইনের ধারা 467-(2))
পরিশোধের ব্যয় বহন
- পক্ষগুলোর মতৈক্যের ভিত্তিতে অন্য কিছু উল্লেখ করা না থাকলে, ঋণগ্রহীতা পরিশোধের ব্যয় বহন করবেন। তবে, ঋণদাতার ঠিকানা পরিবর্তন বা তার অন্য কোন কাজের কারণে যদি পরিশোধ ব্যয় বেড়ে যায় তাহলে ওই বর্ধিত ব্যয় ঋণদাতাকে বহন করতে হবে। (দেওয়ানি আইনের ধারা 473)
· উদাহরণস্বরূপ, পরিশোধ ব্যয়ের মধ্যে রেমিটেন্স-এর জন্য ব্যাংক ফি এবং ঋণগ্রহীতার অন্য যেকোন ভ্রমণ ব্যয়, যদি তাকে পরিশোধের জন্য বুসান থেকে সিউল যেতে হয়।