BANGLADESH

ঋণচুক্তি
কর্জপত্র নোটারিকরণ
কর্জপত্র নোটারি করার মানে
- “কর্জপত্র নোটারি করা”র মানে হলো আপনি কোন নিবন্ধিত নোটারি পাবলিক অফিসে গিয়ে একজন নোটারি পাবলিকের উপস্থিতিতে ‘চুক্তিপত্রে’র আকারে আপনার কর্জপত্র প্রস্তুত করছেন।
কর্জপত্র নোটারিকরণের উপকারীতা
- কোন দলিলের নোটারিকরণ সম্পন্ন হওয়ার পর যেহেতু এটি নির্ভরযোগ্য হিসেবে ধরে নেয়া হবে তাই নোটারিকৃত কর্জপত্রও নির্ভরযোগ্য বলে বিবেচিত হবে। (নোটারি পাবলিক আইনের ধারা-2; সিভিল প্রসিডিউর এ্যাক্ট-এর ধারা 356-(1))
- ফৌজদারি কার্যবিধি আইনে কোন নোটারিকৃত দলিলের প্রত্যয়ণকৃত কপি যথাযথ স্বীকৃত প্রমাণ হিসেবে গ্রহণযোগ্য হবে। (ফৌজদারি কার্যবিধি আইনের ধারা 315-1) 
- কোন নোটারিকৃত কর্জপত্রে যদি ঋণদাতাকে কার্য বাস্তবায়নে বাধ্য করার অধিকার দেয়া হয় তাহলে ঋণদাতা কোন দেওয়ানি মামলা দায়ের করা ছাড়াই ওই বাধ্য করার অধিকার প্রয়োগ করতে পারবেন। (সিভিল এক্সিকউশন এ্যাক্ট-এর ধারা 56-4)
- নোটারিকৃত দলিলের নকলগুলো একটি নির্দিষ্ট সময় পর্যন্ত সংরক্ষণ করতে হবে, এতে হারানোর ঝুঁকি কমবে।
নোটারি পাবলিক অফিস
- নিবন্ধিত ও আইন মন্ত্রণালয়ের অনুমোদনপ্রাপ্ত কোন নোটারি পাবলিক অফিসে গিয়ে আপানি দলিল নোটারি করতে পারবেন। (নোটারি পাবলিক আইনের ধারা 17)
নোটারিকরণ ফি
- আপনি যদি কোন কর্জপত্র নোটারি করতে যান তাহলে আপনাকে নোটারি পাবলিকের নোটারিকরণ ফি পরিশোধ করতে হবে। (নোটারি পাবিলিক’স ফি সম্পর্কিত আইনের ধারা 2)
- আইনগত দলিল নোটারি করার ফি নিম্নে দেয়া হলো: (নোটারি পাবিলিক’স ফি সম্পর্কিত আইনের ধারা 2)

কোনআইনগতচুক্তিবিবেচ্যমূল্য, অথবাকোনকর্জপত্রবাচেক-উদ্ধৃতমূল্য

ফি

2,000,000কেআরডব্লিউপর্যন্ত

11,000কেআরডব্লিউ

5,000,000কেআরডব্লিউপর্যন্ত

22,000কেআরডব্লিউ

10,000,000কেআরডব্লিউপর্যন্ত

33,000কেআরডব্লিউ

15,000,000কেআরডব্লিউপর্যন্ত

44,000কেআরডব্লিউ

15,000,000কেআরডব্লি-এরওপরে

অতিরিক্তপরিমাণঅর্থের0.15%।তবে, ফিচার্য3,000,000কেআরডব্লি ‘রবেশিহতেপারবেনা

দলিল সংরক্ষণ
- একজন নোটারি পাবলিক নোটারি করা দলিলের কপি সংরক্ষণ করবেন এবং যেগুলো নোটারি করা হয়েছে সেগুলোর সঙ্গে মূল দলিল ও কাগজপত্র সংযুক্ত করবেন। (নোটারি পাবলিক আইনের ধারা 24)
· এসব দলিল কোন সংরক্ষণাগার বা মজবুত ফাইল ক্যাবিনেটে সংরক্ষণ করতে হবে। (নোটারিকৃত দলিল সংরক্ষণ আইনের ধারা-4)
- একজন নোটারি পাবলিক ভোক্তা অর্থঋণের জন্য (বা কোন কর্জপত্র) চুক্তির মূল দলিল 10 বছর পর্যন্ত সংরক্ষণ করবেন, তবে কোন দলিলের প্রত্যয়নকৃত কপি 3বছর পর্যন্ত রাখতে হবে। (নোটারিকৃত দলিল সংরক্ষণ আইনের ধরা 5-1)
※ উপরে যে মেয়াদকাল উল্লেখ করা হয়েছে তা ওই ধরনের দলিল প্রস্তুতের পর বছরের প্রথম দিন থেকে শুরু হবে। (নোটারিকৃত দলিল সংরক্ষণ আইনের ধরা 5-2)
<কোনকর্জপত্রনোটারিকরণ>
A. আপনি নিকটস্থ কোন নোটারিকরণ অফিসে গিয়ে কোন কর্জপত্র নোটারিকরণ করতে পারেন। নোটারিকরণ করা যেতে পারে (1) কোন নোটারি পাবলিক অফিসে বা (2) কোন আইন ব্যবসায় প্রতিষ্ঠান যার নোটারিকরণ করার সনদ এবং নোটারিকরণের দায়িত্বে একজন এটর্নি-এট-ল নিয়জিত রয়েছেন [নোটারি পাবলিক আইনের ধারা 13-2, 15-6 এবং 17 (2)]। যেখানে (1) আর্থিক লেনদেনে জড়িত পক্ষগুলো নোটারিকরণের জন্য গিয়েছেন সেখানে তাদেরকে তাদের সিলমোহর, পরিচয়পত্র, এবং কর্যপত্র (যে চুক্তিপত্র নোটারি করা হচ্ছে তা প্রমাণীকরণের জন্য) পেশ করতে হবে। যেখানে (2) যেখানে একটি মাত্র পক্ষ বা এজেন্টগণ নোটারিকরণের জন্য গিয়েছেন সেখানে তিনি সিলমোহরকৃত সনদ, পাওয়ার অব এটর্নি, এজেন্টের সিলমোহর, পরিচয়পত্র, এবং কর্যপত্র (যে চুক্তিপত্র নোটারি করা হচ্ছে তা প্রমাণীকরণের জন্য) পেশ করবেন। কোন কর্জপত্র নোটারিকরণ করার জন্য পরিচালনা খরচ [হ্যান্ডলিং ফি] পরিশোধ করতে হবে। [নোটারি পাবলিক’স ফি প্রবিধানের ধারা 2 থেকে 7]