BANGLADESH

ড্রাইভিং লাইসেন্স
প্রত্যাহার/স্থগিতাদেশ পুনর্বিবেচনার অনুরোধ
রায়(ডিসপজিশন) পুনর্বিবেচনার জন্য অনুরোধ
- কেউ যদি তার ড্রাইভিং লাইসেন্স বা অস্থায়ী ড্রাইভিং লাইসেন্স বাতিল বা স্থগিত করার রায়ের ব্যাপারে অসন্তুষ্ট হন তাহলে তিনি ওই সিদ্ধান্তের ব্যাপারে নোটিশ পাওয়ার 60 দিনের মধ্যে ডিস্ট্রিক্ট পুলিশ এজেন্সির কমিশনারের কাছে আপত্তি দাখিল করতে পারেন। (সড়ক যান চলাচল আইনের ধারা 94)
※ যিনি এ ধরনের আপত্তি দালিখ করবেন তার বিরুদ্ধে নিম্নলিখিত রেকর্ডগুলো থাকা যাবে না। (সড়ক যান চলাচল আইনের বলবৎ বিধিতে সংযুক্ত ছক 28-1 চ)

মাতালঅবস্থায়ড্রাইভিংয়েরজন্যপ্রশাসনিকরায়

ডিমেরিটপয়েন্টজমাহওয়ারজন্যপ্রশাসনিকরায়

-এমন কোন ব্যক্তি যিনি মাতাল অবস্থায় ড্রাইভিং করতে গিয়ে ধরা পরার পর তার রক্তে এ্যালকোহলের ঘনত্ব 0.12 শতাংশ পাওয়া গেছে-এমন কোন ব্যক্তি যিনি মাতাল অবস্থায় ড্রাইভিং করতে গিয়ে কাউকে আহত করার জন্য ধরা পড়েছেন-এমন কোন ব্যক্তি যিনি মাতাল অবস্থায় ড্রাইভিং করতে গিয়ে ধরা পরার পর পুলিশ অফিসারের কাছে সবরিয়েটি পরীক্ষায় অংশগ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছেন বা পুলিশ অফিসারের সঙ্গে সহিংস ব্যবহার করেছেন -এমন কোন ব্যক্তি যার বিগত 5 বছরের মধ্যে 3টি দুর্ঘটনায় কাউকে আহত করেছেন বলে রেকর্ড রয়েছে-এমন কোন ব্যক্তি যিনি মাতাল অবস্থায় ড্রাইভিং করতে গিয়ে বিগত 5 বছরের মধ্যে 1বার ধরা পড়েছেন

-এমন কোন ব্যক্তি যার বিগত 5 বছরের মধ্যে ড্রাইভিং লাইসেন্স বাতিল হয়েছে বলে  রেকর্ড রয়েছে-এমন কোন ব্যক্তি যার বিগত 5 বছরের মধ্যে 3টি দুর্ঘটনায় কাউকে আহত করেছেন বলে রেকর্ড রয়েছে-এমন কোন ব্যক্তি বিগত 5 বছরে যার ড্রাইভিং লাইসেন্স তিন বা ততোধিকবার বাতিল হয়েছে বলে রেকর্ড রয়েছে -এমন কোন ব্যক্তি বিগত 5 বছরের মধ্যে সংশ্লিষ্ট কমিটি বা প্রশাসনিক আপিল/ট্রায়াল-এর রায়ের মাধ্যমে যার সম্পর্কে প্রশাসনিক সিদ্ধান্ত রদ হয়েছে বলে রেকর্ড রয়েছে