BANGLADESH

ড্রাইভিং লাইসেন্স
আপনারড্রাইভিংলাইসেন্সেরসাথেসম্পর্কিতদায়দায়িত্ব
যখনআপনিগাড়িচালানতখনসাথেড্রাইভিংলাইসেন্সরাখাকর্তব্য
- যখনইগাড়িচালান, আপনাকেঅবশ্যইনিম্নলিখিতড্রাইভিংলাইসেন্সবাসার্টিফিকেটগুলোর যেকোন 1টিসাথেরাখতেহবে। (সড়ক যান চলাচল আইনের92 (1) ধারা)
· ড্রাইভিং লাইসেন্স, আন্তর্জাতিক ড্রাইভিং পারমিট অথবা পারস্পারিক স্বীকৃত বিদেশী ড্রাইভিংলাইসেন্স, নিমার্ণ কাজের যন্ত্র পরিচালনার লাইসেন্স (অতঃপর এখানে “চালকের লাইসেন্স, ইত্যাদি।”)
· সার্টিফিকেটযাউপরোল্লিখিতযেকোন1টিরবিকল্প
√ সাময়িকড্রাইভিংলাইসেন্স
√ জরিমানাপরিশোধেরজন্যনোটিস; উপস্থিতিরনোটিস
√ লেন, থামাবাপার্কিংকরারআইনভঙ্গকারীরজন্যউপস্থিতহবারনোটিস
আপনারড্রাইভিংলাইসেন্সউপস্থাপনকরা
- সড়কের নিরাপত্তা ও শৃঙ্খলার স্বার্থে যখন কোন পুলিশ কর্মকর্তা আপনার ড্রাইভিং লাইসেন্স দেখতে চায়, বা আপনার পরিচয় ও গাড়ি চালানোর যোগ্যতা প্রতিপাদন করতে বলে, আপনাকে অবশ্যই তা মানতে হবে। (সড়ক যান চলাচল আইনের 92 (2) ধারা)
- চালক যদি কোনো পুলিশ কর্মকর্তাকে নিজের চালকের লাইসেন্স ইত্যাদি উপস্থাপন করতে সম্মত না হয়, তাহলে চালককে অনধিক KRW 200 হাজারের জরিমানা করা হবে (রোড ট্র্যাফিক আইন এর ধারা 155)।