BANGLADESH

ড্রাইভিং লাইসেন্স
ড্রাইভিংলাইসেন্সপাওয়া
সফল প্রার্থীরা সিটি/প্রোভিন্স পুলিশ এজেন্সির কমিশনারের কাছ থেকে তাদের চালকের লাইসেন্স সংগ্রহ করবে (রোড ট্র্যাফিক আইনের প্রয়োগ বিধি এর ধারা 85(2)।
সফল প্রার্থীরা পরীক্ষায় পাশ করার 30 দিনের ভেতরে সিটি/প্রোভিন্স পুলিশ এজেন্সির কমিশনার বা রোড ট্র্যাফিক কর্তৃপক্ষের কাছ থেকে তাদের চালকের লাইসেন্স সংগ্রহ করবে। ইস্যুকৃত চালকের লাইসেন্স না পাওয়া পর্যন্ত প্রার্থীরা গাড়ি চালাতে পারবেন না (রোড ট্র্যাফিক আইনের প্রয়োগ বিধি এর ধারা 77(1) )।
- প্রার্থী বা প্রার্থীর বিকল্প ব্যক্তির (রোড ট্র্যাফিক আইন এর ধারা 85(3) চালকের লাইসেন্স হাতে আসার তারিখ হতে সেটি কার্যকর হয়, সুতরাং লাইসেন্স পাওয়ার আগে গাড়ি চালালে প্রার্থীর শাস্তি হবে।
- লাইসেন্সবিহীন চালকদের এক বছরের কারাদণ্ড বা KRW 3 মিলিয়ন পর্যন্ত জরিমানা করা হবে (রোড ট্র্যাফিক আইন এর ধারা 152(1)।