BANGLADESH

অবসরকালীন সুবিধা ব্যবস্থা
অব্যাহত সার্ভিস প্রদানের সময়কালের হিসেব
অব্যাহত সার্ভিস প্রদানের সময়কালের ধারণা
- "অব্যাহত সার্ভিস প্রদানের সময়কাল"-এর মাধ্যমে চাকরির চুক্তিতে প্রবেশের সময় থেকে চুক্তি সমাপ্ত হওয়া অবধি সময়কালকে বোঝায় এবং নির্দিষ্ট মেয়াদের চুক্তির ক্ষেত্রে চুক্তির মেয়াদ শেষ হয়ে গেলে কর্মসংস্থানের সম্পর্ক শেষ হয় (কর্মসংস্থান ও শ্রম মন্ত্রনালয়, 『কর্মচারীদের অবসরকালীন সুবিধার নিশ্চয়তা বিষয়ক আইনের প্রশাসনিক ব্যাখ্যাসমূহ』 p. 38 এবং কর্ম বৈষম্য উন্নয়ন বিভাগের প্রশাসনিক ব্যাখ্যা-2457, ডিসেম্বর. 6, 2013, কর্মসংস্থান ও শ্রম মন্ত্রনালয়)।
- উপরোক্ত অনুয়ায়ী, 1 বছর বা তার বেশি সময় অব্যাহত সার্ভিস প্রদানের সময়কালের কোনো শ্রমিক এবং 4 সপ্তাহে সপ্তাহ প্রতি গড়ে 15 ঘন্টা বা তার বেশি সময় নির্ধারিত কাজের শ্রমিক অবসরকালীন সুবিধা পেতে পারে (「কর্মচারীদের অবসরকালীন সুবিধার নিশ্চয়তা বিষয়ক আইনের」ধারা 4 (1)-এর অনুবিধি)।
প্র.1. চুক্তির মেয়াদ যদি এই বছরের 2 জানুয়ারি থেকে পরের বছরের 1 জানুয়ারি পর্যন্ত হয় (বন্ধের দিন) তাহলে কি আমি অবসরকালীন সুবিধা পেতে পারি?
উ.1. যদি কাজের চুক্তির সময়সীমা স্থির হয় তাহলে নিয়োগকর্তা শ্রমিককে অবসরকালীন সুবিধা প্রদান করবেন কারণ 1 জানুয়ারী শ্রম সরবরাহের দায়িত্বে ছাড় দেওয়া হয় (যেদিন কর্মক্ষেত্র বন্ধ থাকে) এবং শ্রমিক 2 জানুয়ারি কর্মক্ষেত্র ত্যাগ করবে (কর্মসংস্থান ও শ্রম মন্ত্রনালয় কর্তৃক『কর্মচারীদের অবসরকালীন সুবিধার নিশ্চয়তা বিষয়ক আইনের প্রশাসনিক ব্যাখ্যাসমূহ』-এর p. 47 দেখুন)।
প্র.2. অনুপস্থিত ছুটির সময়কাল কি অব্যাহত সার্ভিস প্রদানের সময়কালের মধ্যে অন্তর্ভুক্ত?
উ.2. "অব্যাহত সার্ভিস প্রদানের সময়কাল" মানে একই নিয়োগকর্তার সাথে অধস্তন সম্পর্কের আওতাধীন থেকে শ্রম সরবরাহ করা এবং নিয়োগকর্তার অনুমোদনক্রমে এতে অস্থায়ী ছুটি অন্তর্ভূক্ত রয়েছে। তবে সম্মিলিত চুক্তি বা কর্মসংস্থান বিধিমালা অনুযায়ী অবসরকালীন সুবিধা হিসেব করার জন্য বিদেশে পড়াশুনার মতো ব্যক্তিগত কারণে ছুটির সময়সীমা অব্যাহত সার্ভিস প্রদানের সময়কালের সাথে যুক্ত করা যাবে না (কর্মসংস্থান ও শ্রম মন্ত্রনালয় কর্তৃক『কর্মচারীদের অবসরকালীন সুবিধার নিশ্চয়তা বিষয়ক আইনের প্রশাসনিক ব্যাখ্যাসমূহ』-এর p. 57 দেখুন)।
প্র.3. শিক্ষানবিসকাল (ইন্টার্ন) কি অব্যাহত সার্ভিস প্রদানের সময়কালের মধ্যে অন্তর্ভুক্ত?
উ.3-1. শিক্ষানবিসকালে (ইন্টার্ন) কোম্পানির সাথে অধস্তন সম্পর্ক বজায় রেখে কাজ সরবরাহ করা হয় তাহলে সেই সময়কাল অবসরকালীন সুবিধা হিসেব কয়ার জন্য অব্যাহত সার্ভিস প্রদানের সময়কালের মধ্যে অন্তর্ভুক্ত হবে (Gwangju District জারিকৃত, এপ্রিল 18, 2004, 2002Gadan1180 সিদ্ধান).
উ.3-2. এমনকি যদি সার্ভিস প্রদানের সময়কালে কাজের ধরণের বিধানে কোনো পরিবর্তন ঘটে থাকে যেমন কোনো শ্রমিক শিক্ষানবিস বা ইন্টার্ন হিসেবে নিয়োগপ্রাপ্ত হলেও স্থায়ী মেয়াদের কর্মী হিসাবে রূপান্তরিত হয়েছিল এবং বিরতি ছাড়াই কাজ চালিয়ে গিয়েছিল তাহলে শিখানবিস বা ইন্টার্ন এবং পুরো সময়ের কর্মী হিসাবেই মোট পরিষেবাকালকে অব্যাহত সার্ভিস প্রদানের সময়কাল হিসেবে দেখতে হবে যেটি অবসরকালীন সুবিধা হিসেব করার ভিত্তি (সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত 93Da26168 গৃহিত জুলাই 11, 1995)।
অব্যাহত সার্ভিস প্রদানের সময়কালের নবায়ন বা পুনরাবৃত্তি
- শ্রম চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর্যায়ে যদি শ্রম চুক্তির মেয়াদ নবায়ন হয়, বা যদি একই চুক্তির অধীনে শ্রম চুক্তিগুলো বারবার সমাপ্ত হয় তাহলে অব্যাহত সার্ভিস প্রদানের সময়কালে সকল নবায়নকৃত বা পুনরাবৃত্তি করা চুক্তির সময়কাল যোগ করে গণনা করতে হবে (সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত 93Da26168 গৃহিত জুলাই 11, 1995)।
- নবায়নকৃত বা পুনরাবৃত্তি করা শ্রমের চুক্তির মধ্যে আংশিক ব্যবধান থাকলেও শ্রম সম্পর্কের ধারাবাহিকতা সেই সময়ের মধ্যে থাকবে যদি সময়কালটি পুরো শ্রম চুক্তির সময়কালের চেয়ে বেশি না হয় এবং মৌসুমী কারণ বা অবকাশকালীন সময় অথবা অপেক্ষা কিংবা রিচার্জ করার জন্য বিশ্রামের সময়ের মত ব্যবসায়ের প্রকৃতির কারণে সেই সময়ের মধ্যে শ্রম বা বেতন না দেওয়ার যথেষ্ট কারণ রয়েছে বলে মনে করা হয় (সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত 2004Da29736 গৃহিত ডিসেম্বর 7, 2006)।