BANGLADESH

অবসরকালীন সুবিধা ব্যবস্থা
অবসরকালীন সুবিধাদির পরিবর্তন
অবসরকালীন সুবিধাদির ধরণ ও খুঁটিনাটি পরিবর্তন
- কোনো নিয়োগকর্তা অবসরকালীন সুবিধা ব্যবস্থা পরিবর্তন করতে চাইলে অধিকাংশ শ্রমিক যুক্ত রয়েছে এমন শ্রমিক ইউনিয়নের (অথবা অধিকাংশ শ্রমিক যুক্ত থাকা কোনো শ্রমিক ইউনিয়ন না থাকলে অধিকাংশ শ্রমিকের) সম্মতি এবং মতামত নিতে হবে (「কর্মচারীদের অবসরকালীন সুবিধার নিশ্চয়তা বিষয়ক আইনের」ধারা 4 (3))।
- কোনো নিয়োগকর্তা অবসরকালীন সুবিধার খুঁটিনাটি পরিবর্তন করতে চাইলে শ্রমিক ইউনিয়নের (অথবা অধিকাংশ শ্রমিক যুক্ত থাকা কোনো শ্রমিক ইউনিয়ন না থাকলে অধিকাংশ শ্রমিকের) মতামত নিতে হবে (「কর্মচারীদের অবসরকালীন সুবিধার নিশ্চয়তা বিষয়ক আইনের」ধারা 4 (4))।
※ তবে কোনও পরিবর্তন যদি শ্রমিকদের পক্ষে প্রতিকূল হয় তাহলে শ্রমিক ইউনিয়নের (অথবা অধিকাংশ শ্রমিক যুক্ত থাকা কোনো শ্রমিক ইউনিয়ন না থাকলে অধিকাংশ শ্রমিকের) সম্মতি অবশ্যই নিতে হবে
- কোনো নিয়োগকর্তা যদি শ্রমিক ইউনিয়ন (অথবা অধিকাংশ শ্রমিক যুক্ত থাকা কোনো শ্রমিক ইউনিয়ন না থাকলে অধিকাংশ শ্রমিক) ব্যক্তিগত শ্রমিকদের সম্মতি না নিয়ে অবসরকালীন সুবিধা ব্যবস্থার ধরণ এবং খুঁটিনাটিতে পরিবর্তণ করে তাহলে সে অনধিক 5 মিলিয়ন ওয়ান জরিমানায় দায়বদ্ধ হবে (「কর্মচারীদের অবসরকালীন সুবিধার নিশ্চয়তা বিষয়ক আইনের」ধারা 46 (1))।