BANGLADESH

অবসরকালীন সুবিধা ব্যবস্থা
অবসরকালীন পেনশনের প্রকার
অবসরকালীন পেনশনের প্রকার
- অবসরকালীন পেনশনের মধ্যে রয়েছে নির্ধারিত সুবিধার অবসরকালীন পেনশন (Defined Benefit retirement pension (DB)), নির্ধারিত ভাগের অবসরকালীন পেনশন (Defined Contribution retirement pension (DC)), এবং ব্যক্তিগত অবসরকালীন পেনশন (Individual Retirement Pension (IRP)) (「কর্মচারীদের অবসরকালীন সুবিধার নিশ্চয়তা বিষয়ক আইনের」ধারা 2 (7))।

নির্ধারিত সুবিধার অবসরকালীন পেনশন 

নির্ধারিত ভাগের অবসরকালীন পেনশন 

ব্যক্তিগত অবসরকালীন পেনশন 

▪ একটি অবসরকালীন পেনশন পরিকল্পনা যেখানে কোনো শ্রমিক অবসর নেওয়ার পরে কী অবসরকালীন সুবিধা পাবেন তা পূর্বেই নির্ধারিত থাকে 

▪ একজন নিয়োগকর্তা অবসরকালীন পেনশনের ভাগগুলো সংগ্রহ করেন এবং এটি নিজের দায়িত্বে পরিচালনা করেন 

▪ একটি অবসরকালীন পেনশন পরিকল্পনা যাতে নিয়োগকর্তা কর্তৃক প্রদত্ত ভাগ প্রতি বছরের মোট বার্ষিক শ্রমিক মজুরির 1/12 অংশে আগাম নির্ধারিত। 

▪ একজন শ্রমিক সরাসরি তার নিজের অবসরকালীন পেনশন রিজার্ভ পরিচালনা করেন এবং অবসরকালীন সুবিধা হিসেবে রিজার্ভ ও অপারেটিং আয় গ্রহণ করেন 

একটি পোর্টেবল অবসরকালীন পেনশন পরিকল্পনা যাতে কোনো শ্রমিক অবসরকালীন সুবিধাদি গ্রহণের সুবিধা সংগ্রহ করতে পারে যা সে একটি অ্যাকাউন্টে চাকরি পরিবর্তন বা অবসর গ্রহণ করলে এবং অবসরকালীন তহবিল হিসেবে ব্যবহার করলে প্রদান করা হয় 

<উৎস: কর্মসংস্থান ও শ্রম মন্ত্রণালয়ের ওয়েবসাইট>