BANGLADESH

বিদেশী কর্মী নিয়োগ
বিদেশীদের নিবন্ধন, ইত্যাদি।
বিদেশীদের নিবন্ধন
- একজন বিদেশী কর্মীকে অবশ্যই অভিবাসন পরিষেবার একজন প্রধানের (এই নথিতে “পরিষেবা প্রধান” হিসেবে উল্লেখ্য), পরিবাসন দপ্তরের একজন প্রধানের (এই নথিতে “দপ্তর প্রধান হিসেবে উল্লেখ্য), অথবা উক্ত কর্মীর আবাসস্থলের উপর আইনী এখতিয়ার সম্পন্ন পরিষেবা দপ্তরের শাখার একজন প্রধানের (এই নথিতে “দপ্তরের শাখার প্রধান) হিসেবে উল্লেখ্য) কাছে কোরিয়াতে প্রবেশের 90 দিনের মধ্যে বহিরাগত হিসেবে নিবন্ধিত হওয়ার জন্যে আবেদন করতে হবে। এই নিয়ম লংঘন করা হলে উক্ত কর্মীকে শাস্তিস্বরূপ অনধিক 1 বছরের সশ্রম কারাদণ্ড দেয়া যেতে পারে অথবা অনধিক 10,000,000 উন জরিমানা ধার্য করা যেতে পারে (অভিবাসন নিয়ন্ত্রণ আইনের অনুচ্ছেদ 31. (1) এবং অনুচ্ছেদ 95- এর উপ- অনুচ্ছেদ 7)।
বিদেশী হিসেবে নিবন্ধনের তথ্য পরিবর্তন
- যদি কোন কর্মী বহিরাগত হিসেবে নিবন্ধিত হওয়ার আবেদন করার পরে নিচে উল্লেখিত বিষয়গুলোর কোনটিতে পরিবর্তন ঘটে, তাহলে উক্ত বিদেশী কর্মীকে অভিবাসন পরিষেবার প্রধানকে, অভিবাসন দপ্তরের প্রধানকে, অথবা উক্ত কর্মীর আবাসস্থলের উপর আইনী এখতিয়ার সম্পন্ন দপ্তরের কোন শাখার প্রধানকে এই ধরণের পরিবর্তন ঘটার 15 দিনের মধ্যে সে বিষয়ে অবগত করতে হবে (অভিবাসন নিয়ন্ত্রণের আইনের অনুচ্ছেদ 35, অভিবাসন নিয়ন্ত্রণ আইন বলবৎকরণ ফরমানের অনুচ্ছেদ 44(1) এবং বিদেশী কর্মী নিয়োগ আইন প্রয়োগ বলবৎকরণ অনুচ্ছেদ 49(2)।
1. নাম, লিঙ্গ, জন্মতারিখ বা জাতীয়তা;
2. পাসপোর্টের নম্বর, ইস্যুর তারিখ বা মেয়াদ;
3. ওয়ার্কিং ভিজিট (H-2) ভিসা ধারককে যদি কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান, গোষ্ঠী বা কোম্পানি প্রথমবারের মতো নিয়োগ করে, সেক্ষেত্রে কাজ শুরুর সময়; অথবা
4. যে ব্যক্তি, প্রতিষ্ঠান, গোষ্ঠী বা কোম্পানি ওয়ার্কিং ভিজিট (H-2) ভিসা ধারককে ইতোমধ্যেই নিযুক্ত করেছেন, যদি সেই ব্যক্তি, প্রতিষ্ঠান, গোষ্ঠী বা কোম্পানি পরিবর্তন (নাম পরিবর্তন সহ) হয়ে থাকে তাহলে সেই পরিবর্তনের বিষয়টি।
※ যেকোনো বিষয় লঙ্ঘনকারীকে সর্বোচ্চ KRW 1,000,000 জরিমানা করা হবে (অভিবাসন নিয়ন্ত্রণ আইনের অনুচ্ছেদ 100.(2).1)।
বায়োমেট্রিক, ইত্যাদির অনুবিধি।
- 17 বা তার বেশি বয়সী যেকোনো ব্যক্তি, যাদেরকে বিদেশী হিসেবে রেজিস্ট্রশন করতে হবে বা স্থানীয় নিবাসী হিসেবে জানাতে হবে, তাদের বিদেশী হিসেবে নিবন্ধন করার সময় বা স্থানীয় নিবাসী হিসেবে জানানোর সময় অভিবাসন নিয়ন্ত্রণকারী কর্মকর্তার কাছে সকল আঙুলের ছাপ দিতে হবে এবং মুখের স্ক্যান করাতে হবে। তবে, যে ব্যক্তি 17 বছর বয়সের আগে বিদেশী হিসেবে নিবন্ধন সম্পন্ন করেছেন বা স্থানীয় নিবাসী হিসেবে রিপোর্ট করেছেন, তাকে তার বয়স 17 বছর হওয়ার দিন থেকে 90 দিনের মধ্যে এই তথ্য প্রদান করতে হবে (অভিবাসন নিয়ন্ত্রণ আইনের অনুচ্ছেদ 38.(1).1 এবং অভিবাসন নিয়ন্ত্রণ আইন বলবৎকরণ নিয়মের অনুচ্ছেদ 50, উপ-অনুচ্ছেদ 1)।
- যেসকল বিদেশি ব্যক্তি তার বায়োমেট্রিক তথ্য প্রদানে অসম্মতি জানাবেন, তাদের আবাসনের মেয়াদ ইত্যাদি সম্প্রসারণে “অভিবাসন নিয়ন্ত্রণ আইন” এর অধীনে কমিশনার/অফিসার অনুমতি নাও দিতে পারেন (অভিবাসন নিয়ন্ত্রণ আইন এর ধারা 38(2) )।