BANGLADESH

বিদেশী কর্মী নিয়োগ
ফিরে যাওয়ার খরচের বিমা/আস্থা এর সদস্যতা
রিটার্ন কস্ট বিমা/আস্থা কী?
- বিদেশী কর্মীদের কোরিয়া প্রজাতন্ত্রে থাকার অনুমোদিত সময়সীমা শেষ হয়ে গেলে ফিরে যাওয়ার ক্ষেত্রে বেআইনি বিদেশী হওয়া থেকে সুরক্ষা পেতে এবং তাদের দেশে ফিরে যাওয়ার জন্য প্রয়োজনীয় ব্যয় নির্বাহ করতে বিমা বা আস্থা স্কিমের সদস্যতা নেওয়া আবশ্যক।
যোগ্যতা
- অপেশাদার নিয়োগ (E-9) বা ওয়ার্কিং ভিজিট (H-2) মর্যাদা সহ কোরিয়া প্রজাতন্ত্রে নিযুক্ত সকল বিদেশী কর্মীকে রিটার্ন কস্ট ইনস্যুরেন্স প্ল্যান, ইত্যাদিতে সদস্যতা নিতে হবে (বিদেশী কর্মী নিয়োগ আইন, ইত্যাদি অনুচ্ছেদ 15.(1))।
সদস্যতার সময়সীমা
- বিদেশী কর্মীদেরকে তাদের নিয়োগ চুক্তির কার্যকর হওয়ার দিন থেকে 3 মাসের মধ্যে রিটার্ন কস্ট ইনস্যুরেন্স প্ল্যান, ইত্যাদি সদস্যতা নেওয়া শুরু করতে হবে (বিদেশী কর্মী নিয়োগ আইন, ইত্যাদি বলবৎকরণ ফরমানের অনুচ্ছেদ 22.(1))।
※ নিয়োগ চুক্তির কার্যকর হওয়ার তারিখ কোনটি?
· অপেশাদার নিয়োগ (E-9) মর্যাদা সহ বিদেশী কর্মী: কোরিয়া প্রজাতন্ত্রে প্রবেশের তারিখ
· ওয়ার্কিং ভিজিট (H-2) মর্যাদা থাকা বিদেশী কর্মী: নিয়োগ চুক্তির অধীনে কাজ শুরু করার তারিখ
· কোরিয়া প্রজাতন্ত্রে যে সকল বিদেশী কর্মী কর্মস্থল পরিবর্তন করেছেন: নিয়োগ চুক্তির অধীনে কাজ শুরু করার তারিখ
বিমার প্রিমিয়াম/কিস্তি
- বিদেশী কর্মীদেরকে তাদের দেশের ওপর নির্ভর করে অবশ্যই একবারে অথবা 3 বা তার কম কিস্তিতে নিম্নলিখিত প্রিমিয়াম দিতে হবে (বিদেশী কর্মী নিয়োগ আইন বলবৎকরণ ফরমানের অনুচ্ছেদ 22.(1).1 ও (3) এর উপঅনুচ্ছেদ 1 এবং বিদেশী কর্মীদের দেশে ফেরার খরচ কভার করার জন্য ডিজাইন করা বীমা এবং ট্রাস্টের জন্য দেশ কর্তৃক প্রদত্ত পরিমাণ)।)

বিভাগ

দেশ (বিদেশী কর্মীরা যে দেশের নাগরিক)

প্রদেয় অর্থ

গ্রুপ 1

চীন, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম

KRW 400,000

গ্রুপ 2

মঙ্গোলিয়া এবং অন্যান্য দেশ

KRW 500,000

গ্রুপ 3

শ্রীলঙ্কা

KRW 6,00,000

বিমা সুবিধা পরিশোধের কারণ
- নিম্নলিখিত যেকোনো ক্ষেত্রে, কোনো বিদেশী কর্মী রিটার্ন কস্ট ইনস্যুরেন্সের সুবিধাবলী, ইত্যাদির জন্য এককালীন পেমেন্টের অনুরোধ করতে পারেন (বিদেশী কর্মী নিয়োগ আইন, ইত্যাদি বলবৎকরণ ফরমানের অনুচ্ছেদ 22.(2)):
1. যে বিদেশী কর্মী তার সাময়িক আবাসের সময়সীমা শেষ হওয়ার কারণে দেশ ত্যাগ করতে চান;
2. যে বিদেশী কর্মী তার সাময়িক আবাসের সময়সীমা শেষ হওয়ার আগে তার ব্যক্তিগত কারণে দেশ ত্যাগ করতে চান (সাময়িকভাবে যাওয়া ছাড়া); অথবা
3. যে বিদেশী কর্মী তার ব্যবসা-প্রতিষ্ঠান বা কর্মস্থল ত্যাগ করেছেন এবং কাজ ছেড়ে স্বেচ্ছায় দেশত্যাগ করতে চান বা তাকে ফেরত পাঠানো হয়।
- যদি কোন বিদেশী কর্মী প্রত্যাবর্তন ব্যয় বিমা/ট্রাস্টের আওতায় থোক অর্থ প্রাপ্তির জন্যে আবেদন করেন, তাহলে সেই বীমা পলিসির এবং/অথবা ট্রাস্টের বিমাকারককে উক্ত কর্মীর কোরিয়া হতে ফিরে যাওয়া সম্পর্কে অভিবাসন পরিষেবা্র একজন প্রধানের অথবা সংশ্লিষ্ট কর্মস্থলের দায়িত্বপ্রাপ্ত অভিবাসন দপ্তরের একজন প্রধানের সাথে তা যাচাই করার পরে থোক অর্থ প্রদান করতে বাধ্য থাকবেন (বিদেশী কর্মী নিয়োগ আইন, ইত্যাদি বলবৎকরণ ফরমানের অনুচ্ছেদ 22(1).3)।
- রিটার্ন কস্ট বিমার অধীনে বিমা সুবিধার অর্থ পরিশোধ করার তারিখ থেকে 3 বছরের মধ্যে দাবি পরিশোধ করতে হবে, তা করতে ব্যর্থ হলে বিধিবদ্ধ সীমাবদ্ধতা এই ধরনের অদাবিকৃত বিমা সুবিধার মেয়াদ শেষ হয়ে যাবে। বিধিবদ্ধ সীমাবদ্ধ আইন অনুসারে মেয়াদ উত্তীর্ণ হওয়া অদাবিকৃত বিমা সুবিধাসমূহ কোরিয়ার মানব সম্পদ পরিষেবার অধিকারে চলে আসবে। (বিদেশী কর্মী নিয়োগ আইন, ইত্যাদি অনুচ্ছেদ 13.4 এবং 15.3)।
লঙ্ঘনের কারণে নিষেধাজ্ঞা
- যে সকল বিদেশী কর্মী রিটার্ন কস্ট বিমার সদস্যতা নিচ্ছেন না, তাদেরকে এই অবহেলার জন্য KRW 800,000 জরিমানা দিতে হবে (বিদেশী কর্মী নিয়োগ আইন, ইত্যাদি অনুচ্ছেদ 32.(1).6 এবং সংযুক্ত বিদেশী কর্মী নিয়োগ আইন, ইত্যাদি বলবৎকরণ ফরমানের ফরম 4)।