BANGLADESH

বাসস্থান লিজ
প্রাসঙ্গিক উপকরণ ক্রয়ের দাবি করা অধিকার
লিজগ্রহীতার প্রাসঙ্গিক উপকরণ ক্রয়ের দাবি করার অধিকার
- লিজদাতার অনুমতি নিয়ে লিজগ্রহীতা যদি লিজ নেয়া বাসস্থানে কোন উপকরণ সংযুক্ত করেন অথবা লিজগ্রহীতার ব্যবহারের সুবিধার জন্য লিজদাতার করছে থেকে কোন প্রাসঙ্গিক উপকরণ ক্রয় করেন, তাহলে লিজ চুক্তির মেয়াদ অবসানকালে লিজগ্রহীতা ওই প্রাসঙ্গিক উপকরণ কিনে নিতে লিজদাতার কাছে দাবি জানাতে পারেন (দেওয়ানি আইনের ধারা 646)।
※ প্রাসঙ্গিক উপকরণ মানে হলো ভবনে সংযুক্ত ওইসব বস্তু যার মালিক লিজগ্রহীতা, এবং যেগুলো ভবনের উপাদান নয় কিন্তু অভীষ্ট সুবিধা প্রদান করে।
প্রাসঙ্গিক উপকরণ ক্রয়ের ব্যাপারে সাবলিজির অধিকার
- লিজগ্রহীতা লিজ নেয়া বাসস্থান বৈধভাবে সাবলিজ দিয়ে থাকলে, এবং সাবলিজির ব্যবহারের সুবিধার জন্য লিজদাতার অনুমতি নিয়ে লিজ নেয়া বাসস্থানে সাবলিজি কোন উপকরণ সংযুক্ত করলে, সাবলিজ চুক্তি অবসানকালে ওইসব প্রাসঙ্গিক উপকরণ কিনে নিতে সাবলিজি লিজদাতার কাছে দাবি জানাতে পারেন। তাছাড়া, লিজদাতার কাছ থেকে কেনা অথবা লিজদাতার অনুমতি নিয়ে লিজগ্রহীতার কাছ থেকে কেনা প্রাসঙ্গিক উপকরণ কিনে নিতে লিজদাতার কাছে দাবি জানাতে পারেন (দেওয়ানি আইনের ধারা 647)।