BANGLADESH

বাসস্থান লিজ
দরকারি ব্যয় পরিশোধের দাবি
লিজগ্রহীতার দরকারি ব্যয় পরিশোধের দাবি করার অধিকার
- লিজ সম্পর্কের কারণে লিজ নেয়া বাসস্থান ব্যবহার ও সেখান থেকে সুবিধা লাভের সময় লিজ নেয়া বাসস্থানের বাস্তব মূল্য বৃদ্ধির জন্য কোন লিজগ্রহীতা ব্যয় করে থাকলে, লিজগ্রহীতা তার দরকারি ব্যয় পরিশোধের দাবি করার অধিকার প্রয়োগ করতে পারেন। এই অধিকারবলে লিজগ্রহীতা খরচ করা অর্থ বা যে পরিমাণ অর্থ লিজ নেয়া বাসস্থানের মূল্য বৃদ্ধি ঘটিয়েছে তা লিজদাতার কাছে লিজদাতার পছন্দমতো দাবি করতে পারেন, তবে সেই পর্যন্ত লিজ অবসানকালে বর্ধিত মূল্যের যতটুকু অবশিষ্ট থাকবে (দেওয়ানি আইনের ধারা 626(2) এবং 27 আগস্ট 1991 তারিখে সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত, মামলা নং 91ডা 15591 ও ক্রস অ্যাকশন 15607)।
※ লিজ নেয়া বস্তুর বাস্তব মূল্য বৃদ্ধির জন্য লিজগ্রহীতা যে ব্যয় করবেন তা হবে দরকারি ব্যয়।
- দরকারি ব্যয় পরিশোধ দাবি করার সুযোগের পরিপ্রেক্ষিতে, লিজগ্রহীতা দরকারি ব্যয় হিসেবে যে অর্থ ব্যয় করেছেন তার সম্পূর্ণ পরিমাণ অথবা বর্ধিত মূল্যের যতটুকু অবশিষ্ট আছে বলে লিজদাতা মনে করবেন (দেওয়ানি আইনের ধারা 626(2)-এর পূর্ববর্তী অংশ)।
দরকারি ব্যয় পরিশোধ দাবি করার সময় ও মেয়াদ
- কোন লিজগ্রহীতা যদি দরকরি ব্যয় করে থাকেন, তাহলে লিজের অবসানকালে তিনি প্রয়োজনীয় ব্যয় ব্যতিরেকে ওই ব্যয় পরিশোধের দাবি করতে পারেন (দেওয়ানি আইনের ধারা 626(2)-এর পূর্ববর্তী অংশ)।
· লিজগ্রহীতা যদি দরকারি ব্যয় পরিশোধের দাবি করেন, তাহলে লিজদাতাকে তাতে সাড়া দিতে হবে। লিজদাতার আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাকে লিজগ্রহীতার সঙ্গে বিষয়টি নিস্পত্তির জন্য অতিরিক্ত মেয়াদ হিসেবে যৌক্তিক সময় প্রদান করতে পারে (দেওয়ানি আইনের ধারা 626(2)-এর পরবর্তীঅংশ)।
- লিজদাতাতে লিজ নেয়া বাসস্থান ফিরিয়ে দেয়ার তারিখ থেকে 6 মাসের মধ্যে দরকারি ব্যয় পরিশোধের জন্য দাবি জানাতে হবে (দেওয়ানি আইনের ধারা 654-এর আওতায় একই আইনের ধারা 617-এর প্রয়োগ)।
দরকারি ব্যয় পরিশোধের দাবি করার অধিকার পরিত্যাগ
- লিজগ্রহীতার দরকারি ব্যয় পরিশোধের দাবি করার অধিকার হলো পক্ষগুলোর মধ্যে বিশেষ শর্তাবলী। দরকারি ব্যয় পরিশোধের কোন দাবি পরিত্যাগ বা সীমিত করা যায় দেওয়ানি আইনের ধারা 652)।