BANGLADESH

বাসস্থান লিজ
বাধ্যতামূলক নিলামের ধারণা
কোন “বাধ্যতামূলক নিলাম”, হলো স্থাবর সম্পত্তির একটি বাধ্যতামূলক নির্বাহ পদ্ধতি, যা পাওনাদারের আর্থিক দাবি নিস্পত্তি ও মিমাংসার জন্য আদালত কর্তৃক কোন দেনাদারের স্থাবর সম্পত্তি জব্দ করার প্রক্রিয়া (দেওয়ানি নির্বাহ আইনের ধারা 78)।
※ বাধ্যতামূলক নির্বাহ বলতে, পাওনাদারের অনুরোধে বর্ণিত নির্বাহ স্বত্ব পরিপূরণের জন্য দাবির বিচারিক অধিকার বাধ্যতামূলক প্রয়োগ করতে সরকারি ক্ষমতাবলে গৃহীত আইনী কার্যাবলীকে বুঝায়।