BANGLADESH

বাসস্থান লিজ
নির্বাহ স্বত্ব নিরাপদকরণ
নির্বাহ স্বত্ব নিরাপদকরণ
- যেখানে লিজের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও লিজদাতা জামানত ফেরত দেন না, লিজগ্রহীতা লিজ নেয়া বাসস্থান নিলামের জন্য আবেদন দাখিলের মাধ্যমে জামানত অথবা অনুরূপ নির্বাহ স্বত্ব ফেরত দাবি করে করা মামলার চূড়ান্ত ও সমাপ্তিমূলক আদেশের ভিত্তিতে জামানত সংগ্রহ করতে পারেন (বাসস্থান লিজ সুরক্ষা আইনের ধারা 3-2(1))।
※ “নির্বাহ স্বত্ব” বলতে এক ধরনের নোটারি করা দলিলকে বুঝায় যাতে রাষ্ট্রের বাধ্যতামলক ক্ষমতা দ্বারা বাস্তবায়ন করা হয় এমন দাবি অধিকারের অস্তিত্ব ও সুযোগ উল্লেখ করা থাকে এবং যা নির্বাহী ক্ষমতা হিসেবে মঞ্জুর করা হয়।