BANGLADESH

বাসস্থান লিজ
চুক্তিবদ্ধ পক্ষগুলোর মধ্যে সমঝোতার মাধ্যমে লিজ চুক্তি নবায়ন
সমঝোতার মাধ্যমে লিজ চুক্তি নবায়ন
- কোন লিজদাতা ও লিজগ্রহীতা লিজ চুক্তির শর্তাবলী, ইত্যাদি পরিবর্তনসহ অথবা লিজের মেয়াদ শেষ হওয়ার সময় লিজের একই শর্তাবলীর আওতায় কোন লিজ চুক্তি নবায়নে একমত হতে পারেন।
সমঝোতার মাধ্যমে নবায়নের প্রভাব
- সমঝোতার মাধ্যমে নবায়নের প্রভাব সমঝোতার বিস্তারিত দ্বারা নির্ধারিত হবে।
- সমঝোতার মাধ্যমে নবায়নের ক্ষেত্রে কোন লিজ চুক্তির শর্তাবলীতে কোন পরিবর্তন আনা হলে তা এমন কোন তৃতীয় পক্ষের বিরোধী হবে না যার পরিবর্তিত শর্তাবলীর চেয়ে পূর্ববর্তী লিজে স্বার্থ রয়েছে। যেখানে লিজের নিরাপত্তা জামানত বৃদ্ধি পায়, কোন জুনিয়র অবলাইজির চেয়ে অগ্রাধিকারমূলক পরিশোধ অধিকার অর্জনের জন্য লিজগ্রহীতা লিজ চুক্তির উপর নিদৃষ্ট তারিখর অর্জন করবেন।