BANGLADESH

বাসস্থান লিজ
সাবলিজের উপর নিষেধাজ্ঞা
সাবলিজের ধারণা
- কোন বাসস্থানের সাবলিজ হলো যে লিজগ্রহীতা তার লিজ অধিকারবলে কোন তৃতীয় পক্ষকে লিজ নেয়া বাসস্থান ব্যবহার ও তা থেকে সুবিধা গ্রহণের অনুমতি দিয়েছেন।
সাবলিজের উপর নিষেধাজ্ঞা
- লিজদাতার সম্মতি নির্বিশেষে, একজন সাবলিজর (মূল লিজগ্রহীতা) ও সাবলিজি (নতুন লিজগ্রহীতা)’র চুক্তির ফলে একটি সাবলিজ চুক্তি বৈধ হওয়া এবং অস্তিত্ব লাভ করতে পারে। তবে, লিজদাতার সম্মতি ছাড়া লিজগ্রহীতা লিজ নেয়া বস্তু সাবলিজ দিতে পারেন না। লিজগ্রহীতা যদি তা লঙ্ঘন করেন, তাহলে লিজদাতা লিজ চুক্তি বাতিল করতে পারেন (দেওয়ানি আইনের ধারা 629)।