BANGLADESH

বাসস্থান লিজ
লিজ অধিকার এসাইনমেন্টের ওপর নিষেধাজ্ঞা
লিজ অধিকার এসাইনমেন্টের ওপর নিষেধাজ্ঞা
- কোন লিজগ্রহীতা (এসাইনর) ও এসাইনির মধ্যে চুক্তি হলেই কেবল লিজ অধিকার এসাইনমেন্ট বৈধ হয় এবং অস্তিত্ব লাভ করে। লিজদাতার সম্মতি ছাড়া লিজগ্রহীতা তার লিজ অধিকার এসাইন করতে পারবেন না। লিজদাতার সম্মতি ছাড়া লিজগ্রহীতা তার লিজ অধিকার এসাইন করলে লিজদাতা লিজ ‍চুক্তি বাতিল করতে পারবেন (দেওয়ানি আইনের ধারা 629)।