BANGLADESH

বাসস্থান লিজ
লিজদাতার অধিকার
ভাড়া পরিশোদের জন্য অনুরোধ
- লিজদাতা ভাড়া পরিশোধের জন্য লিজগ্রহীতাকে অনুরোধ জানাতে পারবেন (দেওয়ানি আইনের ধারা 618)।
ভাড়া বৃদ্ধির জন্য অনুরোধ
- লিজ ‍চুক্তির মেয়াদকালে লিজ দেয়া বাসস্থানের ক্ষেত্রে কর, সরকারি ইউটিলিটি চার্জ এবং অন্যান্য চার্জ বৃদ্ধি অথবা অর্থনৈতিক পরিস্থিতি পরিবর্তনের কারণে চুক্তিতে উল্লিখিত ভাড়া বা জামানত যদি অন্যায্য হয়ে পড়ে তাহলে লিজদাতা সেই বিবেচনা অনুযায়ী যেকোনো বাড়তি পরিমাণ দাবি করতে পারেন (বাসস্থান লিজ সুরক্ষা আইনের ধারা 7(1)-এর প্রাক্তন অংশ)।
লিজ দেয়া বস্তু ফেরত দাবি করার অধিকার
- লিজ চুক্তি অবসানের পর লিজদাতা লিজ দেয়া বস্তু ফেরত দানের জন্য লিজগ্রহীতাকে অনুরোধ জানাতে পারবেন। সেক্ষেত্রে, লিজ দেয়া বস্তু প্রকৃত অবস্থায় পুনরুদ্ধার করে দিতে লিজগ্রহীতার কাছে দাবি জানাতে পারবেন লিজদাতা। (দেওয়ানি আইনের ধারা 615, 618 ও 654)।
লিজ দেয়া বস্তু সংরক্ষণের জন্য প্রয়োজনীয় বলে মনে হবে এমন যেকোন কর্ম সম্পাদনের অধিকার
- লিজ দেয়া বস্তু সংরক্ষণের জন্য প্রয়োজনীয় বলে মনে হবে এমন কর্ম সম্পাদনের ব্যাপারে লিজদাতার কোন কাজে লিজগ্রহীতা আপত্তি জানাতে পারবে না। (দেওয়ানি আইনের ধারা 624)।