BANGLADESH

বাসস্থান লিজ
লিজগ্রহীতার অধিকার
ব্যবহার ও সুবিধা লাভের অধিকার (লিজের অধিকার)
- লিজ চুক্তির মাধ্যমে একজন লিজগ্রহীতা কোন লিজ নেয়া বাসস্থান ব্যবহার এবং তা থেকে সুবিধা গ্রহণের জন্য লিজের অধিকার লাভ করেন (দেওয়ানি আইনের ধারা 618)।
নিবন্ধনে সহযোগিতার জন্য লিজগ্রহীতার অনুরোধ জানানোর অধিকার
- লিজদাতা ও লিজগ্রহীতার মধ্যে চুক্তিতে অন্যরকম কিছু উল্লেখ না থাকলে, লিজগ্রহীতা লিজ নেয়া বাসস্থান নিবন্ধনের জন্য প্রয়োজনীয় আনু্ষ্ঠানিকতায় সহযোগিতার জন্য সহযোগিতা করতে লিজদাতাকে অনুরোধ জানাতে পারেন (দেওয়ানি আইনের ধারা 621(1) এবং বাসস্থান লিজ সুরক্ষা আইনের ধারা 3-4)।
ভাড়া হ্রাসের দাবি করার অধিকার
- লিজ ‍চুক্তির মেয়াদকালে লিজ দেয়া বাসস্থানের ক্ষেত্রে কর, সরকারি ইউটিলিটি চার্জ, এবং অন্যান্য চার্জ বৃদ্ধি, অথবা অর্থনৈতিক পরিস্থিতি পরিবর্তনের কারণে চুক্তিতে উল্লিখিত ভাড়া বা জামানত যদি অন্যায্য হয়ে পড়ে, তাহলে লিজগ্রহীতা সেই অনুযায়ী যেকোনো হ্রাস দাবি করতে পারেন (বাসস্থান লিজ সুরক্ষা আইনের ধারা 7(1)-এর প্রাক্তন অংশ)।
- লিজগ্রহীতার ত্রুটি ব্যতিরেকে ক্ষতি বা অন্যকোন কারণে যদি লিজ নেয়া বাসভবনের কোন অংশ ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে, অথবা সেখান থেকে সুবিধা লাভ অসম্ভব হয়, তাহলে লিজ গ্রহীতা ওই ক্ষতি হওয়া অংশের অনুপাতে ভাড়া হ্রাস করার দাবি জানাতে পারেন। সেক্ষেত্রে, লিজ নেয়া বাসস্থানের বাকি অংশ যদি লিজগ্রহীতা যে উদ্দেশ্যে লিজ নিয়েছিলেন তা হাসিলের জন্য পর্যাপ্ত না হয়, তাহলে লিজগ্রহীতা চুক্তি বাতিল করতে পারবেন (দেওয়ানি আইনের ধারা 627)।
আনুষাঙ্গিক উপকরণ ক্রয় দাবি করার অধিকার বা অপসারণের অধিকার
- লিজগ্রহীতা যদি লিজদাতার অনুমতি নিয়ে লিজ নেয়া বাসস্থানে লিজগ্রহীতার ব্যবহারের সুবিধার জন্য কোন কোন বস্তু সংযোজন করেন, তাহলে চুক্তি চুক্তি অবসানকালে লিজগ্রহীতা ওই আনুষঙ্গিক উপকরণ কিনে নেয়ার জন্য লিজদাতার কাছে দাবি জানাতে পারেন। অধিকন্তু, লিজগ্রহীতা আনুষঙ্গিক যেসব উপকরণ জিলদাতার কাছ থেকে কিনেছিলেন সেগুলো কিনে নিতে লিজদাতার কাছে লিজগ্রহীতা দাবি জানাতে পারেন। (দেওয়ানি আইনের ধারা 646)।
- লিজগ্রহীতা যদি লিজদাতার করাছে আনুষঙ্গিক ‍উপকরণ বিক্রি করতে না চান, তাহলে তিনি লিজ নেয়া বাসভবন লিজদাতার কাছে ফিরিয়ে দেয়ার আগে ওই সব আনুষিঙ্গিক উপকরণ অপসারণ করে নিতে পারেন (দেওয়ানি আইনের ধারা 654 ও 615)।
প্রয়োজনীয় ব্যয় পরিশোধ দাবি করার অধিকার
- লিজগ্রহীতা যদি লিজ নেয়া বাসস্থান সংরক্ষণের সঙ্গে সংশ্লিষ্ট প্রয়োজনীয় কোন ব্যয় করে থাকেন, তাহলে তিনি ওই ধরনের ব্যয় সৃষ্টির পরই লিজদাতার কাছে তা পরিশোধের জন্য দাবি জানাতে পারেন (দেওয়ানি আইনের ধারা 626(1))।
※ “প্রয়োজনীয় ব্যয়” বলতে লিজ চুক্তির উদ্দেশ্য অনুযায়ী লিজ নেয়া বাসভবন ব্যবহার ও তা থেকে সুবিধা লাভের জন্য তা যথাযথ অবস্থায় সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণের পেছনে সকল ব্যয়কে বুঝায় (দেওয়ানি আইনের ধারা 203(1) ও 618)।
দরকারী ব্যয় পরিশোধ দাবির অধিকার
- লিজগ্রহীতা যদি কোন দরকারী ব্যয় করে থাকেন, তাহলে লিজদাতা লিজ চুক্তি অবসানের সময় বর্ধিত মূল্যের যতটুকু অবশিষ্ট থাকে সেই পর্যন্ত লিজগ্রহীতাকে পরিশোধ করবেন, তা হতে পারে লিজগ্রহীতা যে পরিমাণ অর্থ খরচ করেছেন অথবা লিজ নেয়া বাসস্থানের মূল্য যে পরিমাণ বৃদ্ধি পেয়েছে (দেওয়ানি আইনের ধারা 626(2))।
※ “দরকারী ব্যয়” বলতে বুঝায় লিজ নেয়া বস্তুর বাস্তব মূল্য বৃদ্ধির উদ্দেশ্যে লিজগ্রহীতা যে ব্যয় নির্বাহ করেছেন (দেওয়ানি আইনের ধারা 203 (2) এবং 27 আগস্ট 1991 তারিখে সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত, মামলা নং 91ডিএ 15591 এবং ক্রস অ্যাকশন 15607)।