BANGLADESH

বাসস্থান লিজ
বাসস্থানে প্রবেশের রিপোর্ট এবং নির্দিষ্ট তারিখ অর্জন
নতুন বাসস্থানে প্রবেশের দিন থেকে 14 দিনের মধ্যে গৃহকর্তা ওই বাসস্থানের ওপর আইনগত এক্তিয়ার রয়েছে এমন সি/গুন/গু প্রধানের কাছে বাসস্থানে প্রবেশের ব্যাপারে রিপোর্ট দেবেন (আবাসিক নিবন্ধন আইনের ধারা 16(1))।
- যৌক্তিক কোন কারণ ছাড়া কোন ব্যক্তি যদি নতুন বাসস্থানে প্রবেশের 14 দিনের মধ্যে বাসস্থানে প্রবেশের রিপোর্ট দাখিল করতে ব্যর্থ হন তাহলে তাকে শাস্তি হিসেবে অনধিক 50,000 উয়ন পর্যন্ত প্রশাসনিক জরিমানা করা হবে (আবাসিক নিবন্ধন আইনের ধারা 40(4))।
বাসস্থানে প্রবেশের রিপোর্ট দালিখের সময় একটি লিখিত লিজ চুক্তির কপি নিয়ে আসা ও নির্দিষ্ট তারিখ অর্জনের জন্য পরামর্শ দেয়া হচ্ছে, যাতে কেউ লিজের নিরাপত্তা জামানতের ক্ষে্ত্রে অগ্রাধিকার ফেরত অধিকার লাভ করতে পারেন।