BANGLADESH

বাসস্থান লিজ
চুক্তিভুক্ত পক্ষগুলো যাচাই
চুক্তিভুক্ত পক্ষগুলো যাচাই
- কোন লিজ চুক্তির পক্ষগুলো হচ্ছেন লিজদাতা ও লিজগ্রহীতা। সাধারণত লিজ দেয়া বাসস্থানের মালিক হন লিজদাতা, তবে এমন কোন ব্যক্তি যার বাসস্থানটি হস্তান্তর করার কর্তৃত্ব রয়েছে বা বাসস্থানটি লিজ দেয়ার আইনগত অধিকার আছে তিনিও লিজদাতা হতে পারেন (23 এপ্রিল 1999 তারিখে সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত, মামলা নং 98ডা 49753)।
- যখন কোন ব্যক্তি কোন বাসস্থান মালিকের সঙ্গে চুক্তি সম্পাদন করবেন, তখন তাকে মালিকের আবাসিক নিবন্ধন সনদে লিখিত তথ্যাবলী নিবন্ধিত মালিকের ব্যক্তিগত তথ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিনা তা যাচাই করে নিতে হবে। যখন কোন বাসস্থান মালিকের এজেন্টের সঙ্গে কেউ চুক্তি সম্পাদন করবেন, তখন তার ডেলিগেশন ক্ষমতা এবং ব্যক্তিগত সিলমোহর করা সনদ যাচাই করে নিতে হবে।