BANGLADESH

শিল্প দুর্ঘটনা ক্ষতিপূরণ বীমা
প্রশাসনিক মামলার সংজ্ঞা
প্রশাসনিক মামলার সংজ্ঞা
- “প্রশাসনিক মামলা” বলতে বোঝায় সরকারি আইনের (পাবলিক ল) আইনগত সম্পর্কগুলোর ক্ষেত্রে বিবাদ মীমাংসার জন্য যে বিচার ব্যবস্থা আছে। অর্থাৎ প্রশাসনিক সংস্থাগুলোর কোন বেআইনী সিদ্ধান্তের কারণে নাগরিকদের স্বার্থ এবং অধিকার ক্ষুন্ন হলে তাদের অধিকার রক্ষার জন্য যে বিচার ব্যবস্থা রয়েছে। এবং সরকারি আইন এবং আইনের প্রয়োগের ভিত্তিতে অধিকার সংক্রান্ত বিবাদের সঠিক মীমাংসা নিশ্চিত করা এবং সরকারি কর্তৃত্ব প্রয়োগ করা বা প্রয়োগ না করা। (উৎস: সউল প্রশাসনিক আদালত) (সূত্র: ই-সিভিল কমপ্লেইন্ট সেন্টার অব দ্যা কোর্ট অব করিয়া - প্রসিডিওরস – অ্যাডমিনিস্ট্রেশন - ওভারভিউ)।