BANGLADESH

শিল্প দুর্ঘটনা ক্ষতিপূরণ বীমা
কারিগরি পুনর্বাসন ভাতা
কারিগরি পুনর্বাসন ভাতার সংজ্ঞা
- “কারিগরি পুনর্বাসন ভাতা” শব্দটি দিয়ে বোঝায় প্রতিবন্ধিতা ভাতা প্রাপ্ত ব্যক্তিদের মধ্যে যাদের পুনরায় চাকরি পাওয়ার জন্য কারিগরি প্রশিক্ষণ প্রয়োজন তাদেরকে বীমা র বেনিফিট প্রদান করা। প্রতিবন্ধিতার গ্রেড 1 থেকে 12 মধ্যে (পরবর্তীতে তাদেরকে “প্রতিবন্ধিতা ভাতা প্রাপ্ত ব্যক্তি” বলে উল্লেখ করা হয়েছে)যারা আছেন তাদেরকে কারিগরি প্রশিক্ষণের খরচ এবং কারিগরি প্রশিক্ষণের ভাতা হিসেবে এ অর্থ প্রদান করা হয়। এ অর্থ সেইসব ব্যবসার মালিকদেরকে প্রদান করা হয় যারা প্রতিবন্ধিতা বেনিফিট প্রাপ্ত ব্যক্তিদের কর্মসংস্থান বজায় রাখে। কাজে ফেরত আসার ভর্তুকি, কারিগরি অভিযোজন প্রশিক্ষণের খরচ এবং পুনর্বাসন অনুশীলনের খরচ হিসাবে তাদেরকে এ অর্থ প্রদান করা হয় (শিল্পে দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণ বীমা আইনের 72 (1)ধারা)।
কারিগরি পুনর্বাসন ভাতার প্রকারভেদ
- কারিগরি পুনর্বাসন ভাতা দুটি ভাগে বিভক্ত ① যাদের পুনরায় চাকরি পাবার জন্য কারিগরি প্রশিক্ষণ প্রয়োজন তাদেরকে কারিগরি প্রশিক্ষণের খরচ এবং কারিগরি প্রশিক্ষণের ভাতা হিসেবে এ অর্থ প্রদান করা হয় এবং ② ব্যবসার মালিকদেরকে কাজে ফেরত আসার ভর্তুকি, কারিগরি অভিযোজন প্রশিক্ষণের খরচ এবং পুনর্বাসন অনুশীলনের খরচ হিসাবে এ অর্থ প্রদান করা হয় (শিল্পে দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণ বীমা আইনের 72 (1)ধারা)।