BANGLADESH

শিল্প দুর্ঘটনা ক্ষতিপূরণ বীমা
জীবিতদের সুবিধা’র সংজ্ঞা
জীবিতদের সুবিধা’র সংজ্ঞা
- শিল্প দুর্ঘটনা ক্ষতিপূরণ বীমা সম্পর্কিত “জীবিতদের সুবিধা” বলতে, কোন শ্রমিক তাদের দায়িত্বে সঙ্গে যুক্ত কোন দুর্ঘটনায় মারা গেলে তার জীবিতকে দেয়া বীমা সুবিধাকে বুঝায় (শিল্প দুর্ঘটনা ক্ষতিপূরণ বীমা আইনের ধারা 62 (1))।
※ “জীবিত” বলতে বুঝায় মৃত ব্যক্তির স্বামী/স্ত্রী (কারো সঙ্গে কার্যত বৈবাহিক সম্পর্ক থাকলে তাকেসহ), ছেলে-মেয়ে, পিতামাতা, নাতি-নাতনী, পিতা-মাতামহ, ভাই, বা বোন (শিল্প দুর্ঘটনা ক্ষতিপূরণ বীমা আইনের ধারা 5-এর উপঅনুচ্ছেদ 3)।