BANGLADESH

শিল্প দুর্ঘটনা ক্ষতিপূরণ বীমা
নার্সিং সুবিধার সংজ্ঞা
নার্সিং সুবিধার সংজ্ঞা
- চিকিৎসা সেবা সুবিধার সুফলভোগী যাদের নিরাময়ের পরও চিকিৎসাগতভাবে ক্রমাগত বা ঘনঘন নার্সিং সেবা গ্রহণ প্রয়োজন হয় এবং যারা আসলে নার্সিং সেবা গ্রহণ করছেন তাদেরকে শিল্প দুর্ঘটনা ক্ষতিপূরণ সুবিধা (এরপর থেকে “বীমা সুবিধা” উল্লেখ করা হবে) সম্পর্কিত “নার্সিং সুবিধা” প্রদাণ করা হয় (শিল্প দুর্ঘটনা ক্ষতিপূরণ বীমা আইনের ধারা 61 (1))।
※ “নিরাময়” বলতে জখম বা রোগ পুরোপুরি নিরাময় অবস্থায় পৌছানোকে বুঝায় অথবা এর উপসর্গ অপরিবর্তিত থাকার ফলে আর কোন চিকিৎসা প্রত্যাশা করা হবে না (শিল্প দুর্ঘটনা ক্ষতিপূরণ বীমা আইনের ধারা 5-এর উপঅনুচ্ছেদ 4)।