BANGLADESH

শিল্প দুর্ঘটনা ক্ষতিপূরণ বীমা
জখম-রোগ ক্ষতিপূরণ বার্ষিক বৃত্তি’র সংজ্ঞা
জখম-রোগ ক্ষতিপূরণ বার্ষিক বৃত্তির সংজ্ঞা
- “জখম- ক্ষতিপূরণ বার্ষিক বৃত্তি” বলতে, চিকিৎসা সেবা গ্রহণ করছে এমন কোনো শ্রমিককে সাময়িক লেঅফ সুবিধার পরিবর্তে দেয়া বিমা সুবিধা বুঝায়, যার অবস্থা চিকিৎসা সেবা শুরু হওয়ার ২ বছর পরও নিম্নলিখিত আবশ্যিক শর্তগুলো পূরণ করে চলেছে: ① জখম বা রোগ তখনো নিরাময় হয়নি; ②জখম বা রোগের কারণে সৃষ্ট গুরুতর অবস্থার গ্রেড, 1 থেকে 3 যেকোনো 1টি গ্রেডে পড়ে; ③ এমন চিকিৎসা সেবার কারণে তাদের কোনো কাজ জোগাড় করতে পারার ব্যর্থতা ধারাবাহিকই থাকে (শিল্প দুর্ঘটনা ক্ষতিপূরণ বিমা আইনের ধারা 66 (1) ও 65 (1) শিল্প দুর্ঘটনা ক্ষতিপূরণ বিমা আইন প্রয়োগের ডিক্রির সংযুক্ত সারণী 8)।
※ “নিরাময়” বলতে জখম বা রোগ পুরোপুরি নিরাময় অবস্থায় পৌছানোকে বুঝায় অথবা এর উপসর্গ অপরিবর্তিত থাকার ফলে আর কোন চিকিৎসা প্রত্যাশা করা হবে না (শিল্প দুর্ঘটনা ক্ষতিপূরণ বীমা আইনের ধারা 5-এর উপঅনুচ্ছেদ 4)।
※ “গুরুতর অবস্থাগুলি” বলতে এমন অবস্থা বুঝায় যখন কোন পেশাগত জখম বা রোগের দ্বারা মানসিক ও শারীরিক ক্ষতির কারণে কাজ করার ক্ষমতা হারিয়ে গেছে বা বিলুপ্ত হয়েছে, যা নিরাময় হয়নি (শিল্প দুর্ঘটনা ক্ষতিপূরণ বীমা আইনের ধারা 5-এর উপঅনুচ্ছেদ 6)।