BANGLADESH

শিল্প দুর্ঘটনা ক্ষতিপূরণ বীমা
চিকিৎসা সেবা ব্যয় সংস্থান
চিকিৎসা সেবা ব্যয় সংস্থান
- কোরিয়া ওয়ার্কার্স কমপেনসেশন এন্ড ওয়েলফেয়ার সার্ভিস পেশাগত কারণে সৃষ্ট দুর্ঘটনা (এরপর থেকে “পেশাগত দুর্ঘটনার শিকার শ্রমিক” উল্লেখ করা হবে)’র শিকার কোন শ্রমিককে, কোন শিল্প দুর্ঘটনা বীমা-সংশ্লিষ্ট চিকিৎসা প্রতিষ্ঠানে চিকিৎসা সেবা প্রদানের পরিবর্তে সরাসরি সহায়তা দিতে পারে [শিল্প দুর্ঘটনা ক্ষতিপূরণ বীমা আইনের ধারা 40 (2)-এর অনুবিধি, শিল্প দুর্ঘটনা ক্ষতিপূরণ বীমা আইনের বলবৎ ডিক্রির ধারা 38 (1) এবং চিকিৎসা সেবা বিষয়ক প্রবিধানের ধারা 21 (3) ও (4)]:
- শিল্প দুর্ঘটনা বীমা-সংশ্লিষ্ট চিকিৎসা প্রতিষ্ঠানের পরিবর্তে সুফলভোগী অন্যকোন চিকিৎসা প্রতিষ্ঠানে জরুরি চিকিৎসা সেবা যেমন: জরুরি ট্রিটমেন্ট গ্রহণের ফলে যে চিকিৎসা সেবা খরচ সৃষ্টি হয়, যা নিম্নোক্ত যেকোন একটি ঘটনার অধীন হয়:
1. দুর্ঘটনাস্থলের কাছাকাছি কোন শিল্প দুর্ঘটনা বীমা-সংশ্লিষ্ট চিকিৎসা প্রতিষ্ঠান না থাকায় অনিবার্য কারণে পেশাগত দুর্ঘটনার শিকার কোন শ্রমিক কোন শিল্প দুর্ঘটনা বীমা-সংশ্লিষ্ট চিকিৎসা প্রতিষ্ঠানের পরিবর্তে আরেকটি চিকিৎসা প্রতিষ্ঠানে জরুরি চিকিৎসা সেবা গ্রহণের ফলে সৃষ্ট চিকিৎসা ব্যয়;
2. যখন পেশাগত দুর্ঘটনার শিকার কোন শ্রমিকের জখম বা রোগের বিশেষ চিকিৎসা সুবিধা বা প্রযুক্তির প্রয়োজন এবং নিকটবর্তী শিল্প দুর্ঘটনা বীমা-সংশ্লিষ্ট চিকিৎসা প্রতিষ্ঠানে প্রয়োজনীয় সুবিধা বা প্রযুক্তি না থাকায় ওই শ্রমিক শিল্প দুর্ঘটনা বীমা-সংশ্লিষ্ট চিকিৎসা প্রতিষ্ঠানের পরিবর্তে অন্যকোন চিকিৎসা প্রতিষ্ঠানে জরুরি চিকিৎসা সেবা যেমন: জরুরি ট্রিটমেন্ট, গ্রহণের পর চিকিৎসা সেবা ব্যয় পরিশোধ করেছেন;
3. 1. বা 2. অনুযায়ী, কোন শিল্প দুর্ঘটনা বীমা-সংশ্লিষ্ট চিকিৎসা প্রতিষ্ঠানের পরিবর্তে অন্য কোন চিকিৎসা প্রতিষ্ঠানে অস্ত্রোপচার হওয়া এবং জখম ও রোগের অবনতি রোধ করতে কোন চিকিৎসা প্রতিষ্ঠানের বহি:র্বিভাগে চিকিৎসা গ্রহণ করায় সৃষ্ট চিকিৎসা সেবা ব্যয়;
4. 1. বা 2. নং ঘটনার মতো পেশাগত দুর্ঘটনার শিকার কোন শ্রমিক কোন শিল্প দুর্ঘটনা বীমা-সংশ্লিষ্ট চিকিৎসা প্রতিষ্ঠানের পরিবর্তে অন্য কোন চিকিৎসা প্রতিষ্ঠানে জরুরি চিকিৎসা গ্রহণ করার পর ওই চিকিৎসা সেবা প্রতিষ্ঠান বা ফার্মেসিকে চিকিৎসা সেবা ব্যয় পরিশোধ করেছেন।
- নিম্নোক্ত চিকিৎসা সেবা সুবিধাগুলের সঙ্গে সম্পর্কিত সৃষ্ট ব্যয় (যেসব ক্ষেত্রে শিল্প দুর্ঘটনা বীমা-সংশ্লিষ্ট চিকিৎসা প্রতিষ্ঠান এই ধরনের চিকিৎসা সেবা প্রদান করে না)
· কৃত্রিম অঙ্গ এবং অন্যান্য কৃত্রিম যন্ত্রের ব্যবস্থা;
· রোগীর যত্ন:
· স্থানান্তর।
- অন্যান্য চিকিৎসা সেবা সুবিধা নীচের কোন একটিতে পড়ে:
· এমন কোন ক্ষেত্র যেখানে প্রথম চিকিৎসা সেবা সুবিধা নির্ধারণের আগেই পেশাগত দুর্ঘটনার শিকার হওয়ায় কোন শ্রমিক চিকিৎসা সেবা গ্রহণের কারণে চিকিৎসা সেবা ব্যয় সৃষ্টি হয়েছে;
· এমন কোন ক্ষেত্র যেখানে বীমা চুক্তিগত সম্পর্ক প্রতিষ্ঠা সম্পর্কে রিপোর্ট করার সংবিধিবদ্ধ নির্ধারিত দিনের পরদিন এবং যেদিন বীমা চুক্তিগত সম্পর্ক প্রতিষ্ঠা হয়েছে বলে রিপোর্ট করা হয়েছে তার মাঝে দুর্ঘটনা ঘটেছে এমন পেশাগত দুর্ঘটনার শিকার শ্রমিক চিকিৎসা সেবা গ্রহণের ফলে সৃষ্ট চিকিৎসা সেবা ব্যয়;
· এমন কোন ক্ষেত্র যেখানে পেশাগত দুর্ঘটনার শিকার কোন শ্রমিক বাড়তি জখম বা রোগ, অথবা কোন অতিরিক্ত জখম বা রোগের আগে বাড়তি চিকিৎসা সেবা, অথবা বাড়তি চিকিৎসা সেবা নির্ধারণের কারণে অনিবার্যভাবে চিকিৎসা সেবা গ্রহণ করায় সৃষ্ট চিকিৎসা সেবা ব্যয়;
· এমন কোন ক্ষেত্র যেখানে চিকিৎসা সেবা সুবিধা সংস্থান নিরূপনের সময়ে, পেশাগত দুর্ঘটনার শিকার কোন শ্রমিক শিল্প দুর্ঘটনা বীমা-সংশ্লিষ্ট চিকিৎসা প্রতিষ্ঠানের পরিবর্তে চিকিৎসা সুবিধা দেয় এমন অন্য কোন চিকিৎসা প্রতিষ্ঠানে জরুরি চিকিৎসা সেবা গ্রহণ করায় সৃষ্ট ব্যয়।