BANGLADESH

শিল্প দুর্ঘটনা ক্ষতিপূরণ বীমা
পেশাগত রোগের ধরন
পেশাগত রোগের ধরন (শিল্প দুর্ঘটনা ক্ষতিপূরণ বীমা আইনের ধারা 37 (1)-এর উপঅনুচ্ছেদ 2)।
- বৃত্তিমূলক রোগ: দায়িত্বপালনকালে কোন ভৌত এজেন্ট, রাসায়নিক উপাদান, ধূলা, প্যাথোজেন নাড়াচাড়া বা সংস্পর্শে আসার কারণে, শ্রমিকের শরীরের ওপর বোঝা চাপানো হয় এমন কোন কাজ, অথবা তাদের স্বাস্থ্যের জন্য সমস্যা সৃষ্টি করে এমন অন্যান্য এজেন্ট দ্বারা সৃষ্ট যেকোন রোগ
- জখমের কারণে রোগ: কোন পেশাগত জখমের কারণে সৃষ্ট রোগ
- কর্মস্থলে হয়রানি, গ্রাহকদের দ্বারা মৌখিক গালিগালাজ ও অন্যান্য কারণের দ্বারা ঘটানো কর্মস্থলে মানসিক চাপের প্রতি আরোপযোগ্য রোগসমূহ
- তাদের দায়িত্বপালনের সঙ্গে সম্পর্কিত কারণে সৃষ্ট অন্য যেকোন রোগ
কোন বৃত্তিমূলক রোগ/জখম থেকে সৃষ্ট রোগ এবং দায়িত্ব পালনের মধ্যে কারণগত সম্পর্ক
- বৃত্তিমূলক রোগ বা কোনো পেশাগত আঘাত থেকে সৃষ্ট রোগে ভুগছেন এমন অধিকাংশ শ্রমিক চিকিৎসাগত ও বৈজ্ঞানিক জ্ঞানের অভাবে ওই রোগ এবং তাদের দায়িত্ব পালনের মধ্যে কোনো কার্যকারণগত সম্পর্ক প্রমাণ করতে গিয়ে সমস্যায় পড়েন। কার্যকারণগত সম্পর্ক প্রমাণে তাদের জটিলতাগুলোকে সহজতর করতে, শিল্প দুর্ঘটনা ক্ষতিপূরণ বিমা আইন প্রয়োগের ডিক্রির 34 ধারা অনুযায়ী, কোনো রোগ পেশাগত দুর্ঘটনার স্বীকৃতির যেকোনো মানের অন্তর্ভুক্ত হলে তা রোগ ও দায়িত্বের মধ্যে কার্যকারণগত সম্পর্ক হিসেবে গণ্য হবে এবং 1টি পেশাগত রোগ হিসেবে স্বীকৃত হবে।