BANGLADESH

ব্যক্তিবর্গের মধ্যে আর্থিক লেনদেনের ক্ষেত্রে যদি টাকার সংযোগ থাকে তাহলে তার পরিচয় খতিয়ে দেখার পরামর্শ দেয়া হচ্ছে এবং একটি নোটারিকৃত আইওইউ সম্পাদনের জন্য বলা হচ্ছে যেখানে ঋণকৃত অর্থের সঠিক পরিমাণটি উল্লেখ থাকবে। ঋণগ্রহীতার আর্থিক সামর্থ্য খতিয়ে দেখা এবং একটি জমানত চুক্তি স্বাক্ষরও ঋণদাতার প্রয়োজন হবে। ঋণগ্রহীতার প্রয়োজন হবে যে পরিমাণ অর্থ ফেরত দিতে হবে তার একটি রশিদ সংরক্ষণ করা।

অন্যকিছু উল্লেখ না থাকলে, ঋণগ্রহীতা ঋণ পরিশোধের সময়সীমার আগেই সে যে ঋণ করেছে তা পরিশোধ করে দিতে পারে। এমনকি তৃতীয় কোন পক্ষও ঋণ পরিশোধ করতে পারে। সাধারণত, ঋণ পরিশোধ সময়সীমার ১০ বছরের মধ্যে (অথবা এ ধরনের কোন সময়সীমা উল্লেখ না থাকলে যদি পরিশোধের সময় হয়েছে বলে অনুমিত হয়) অথবা সীমাবদ্ধতার সংবিধির মেয়াদ উত্তীর্ণ হলে আর্থিক দাবি তুলতে হবে।